আবারও বাবা হচ্ছেন বলিউড তারকা আরবাজ খান। মা হতে যাচ্ছেন সুরা খান। দুজনকে একত্রে মাতৃত্ব সুরক্ষাকেন্দ্র থেকে বের হতে দেখা গেছে। ছবি শিকারির দল দৃশ্যটি ধরে নিশ্চিত করেছেন, সুরা অন্তঃসত্ত্বা।
Advertisement
দ্বিতীয়বার বাবা হতে যাওয়া আরবাজের বয়স ৫৮ ছুঁইছুঁই। এর আগে ২০০২ সালে প্রথম বাবা হয়েছিলেন তিনি। প্রথম পক্ষের স্ত্রী মালাইকা অরোরার সংসারে জন্ম নেওয়া ছেলে আরহান খানের বয়স িএখন ২২ বছর। মা-বাবার মতো বড় পর্দা নয়, পডকাস্ট চ্যানেল নিয়ে ব্যস্ত তিনি। সালমান খানের মতো তারকা যার চাচা, তিনিও একদিন ঠিকই আসবেন বড় পর্দায়।
২০১৭ সালে মালাইকার সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় আরবাজের। তিনি বিয়ে করেন সুরাকে। গত মঙ্গলবার মুম্বাইয়ের একটি মাতৃত্ব সুরক্ষাকেন্দ্রের সামনে দেখা যায় দম্পতিকে। স্বামী-স্ত্রী দুজনের পরনে ছিল সাদা পোশাক। আরবাজের হাত ধরে পেছন পেছন হাঁটছিলেন সুরা। পরনে ঢিলেঢালা পোশাক। তাদের ছবি দেখে সবাই ধারণা করছেন সুরা অন্তঃসত্ত্বা।
আরও পড়ুন সালমান খানের গাড়ি-বাড়ি উড়িয়ে দেওয়া হুমকিদাতা আটক আবারও সালমান খানের জন্য দুঃসংবাদতাদের বিয়ের পর থেকে একাধিকবার আরবাজ-সুরার বাবা-মা হওয়ার খবর ছড়ায়। ২০২৩ সালের শেষে মুম্বাইয়ের এক হাসপাতালে দেখা গিয়েছিল দম্পতিকে। সেসময় হেঁসে গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন আরবাজ খান। তবে এবার নিশ্চয়ই সেরকম হবে না। কারণ ছবি শিকারিদের এড়িয়েই এগুচ্ছিলেন দুজন।
Advertisement
২০১৭ সালে বিচ্ছেদ হয় মালাইকা-আরবাজের। ১৯ বছরের দাম্পত্যসঙ্গীকে কীভাবে বিদায় জানালেন আরবাজ? দ্বিতীয়বার বিয়ের কথা কীভাবে পরিবারকে জানিয়েছিলেন আরবাজ? সে প্রসঙ্গে বাবা সেলিম খান একবার বলেছিলেন, তার বয়স হয়েছে, শিক্ষিত, পরিণতমনস্ক। তাছাড়া নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে। সে শুধু আমার কাছে এসে বলেছিল, আমি বিয়ে করছি। আমি বলেছিলাম, ঠিক আছে। আমি কারও ব্যক্তিগত জীবনে নাক গলাতে চাই না।
আরএমডি/জিকেএস