পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে গোসল করতে নেমে ঢেউয়ের তোড়ে রাজেশ কুমার পাল (৪০) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
Advertisement
শনিবার (১০ মে) সকাল সাড়ে ১০টার দিকে সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে ভাই-ভাগ্নিপতিসহ চারজনের সঙ্গে গোসল করতে নেমে মারা যান তিনি।
মৃত রাজেশ রাজশাহীর পুঠিয়া এলাকার নামাজপুরের শারা পালের ছেলে। তিনি শুক্রবার কুয়াকাটায় বেড়াতে এসে হোটেল সাগরনীড়ে অবস্থান করেন বলে জানিয়েছেন রাজেশের ভগ্নিপতি কমল কুমার পাল।
কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. রিয়াজ জানান, তার আত্মীয়রা হাসপাতালে নিয়ে এলে আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখি, হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। পরে আমরা থানা পুলিশকে খবর দিই।
Advertisement
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন ইনচার্জ শাখাওয়াত হোসেন তপু জানান, সৈকতে নিখোঁজ সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে দায়িত্বরত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, পরে সৈকতের একজন ফটোগ্রাফার ও স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে আসা হয়। ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি, পরবর্তীতে আইনানুসারে ব্যবস্থা নেওয়া হবে।
আসাদুজ্জামান মিরাজ/এফএ/জিকেএস