মূকাভিনেতা থেকে অল্প সময়েই ছোটপর্দার প্রিয় মুখে পরিণত হয়েছেন খায়রুল বাসার। ২০১৭ সাল থেকে টুকটাক অভিনয় দিয়ে শুরু। সময়ের স্রোতে হয়ে উঠেছেন তারকা। নাটক ও ওয়েব কন্টেন্ট করে আলোচনায় আসেন তিনি। আশফাক নিপুণের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মহানগর’ এবং মিজানুর রহমান আরিয়ানের ‘নেটওয়ার্কের বাইরে’ তাকে এনে দিয়েছে আলাদা রকমের জনপ্রিয়তা। তবে গল্প ও চরিত্রের প্রতি আলাদা মনযোগী তিনি। মনযোগ তার সিনেমার প্রতিও। নিজেই বহুবার জানিয়েছেন, সিনেমায় নিয়মিত হতে চান খায়রুল বাসার। কাজ করেছেন তিনি গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘কাজল রেখা’ সিনেমায়। ফোকধর্মী আরও দুটি সিনেমায় যুক্ত হয়েছেন অভিনেতা।
Advertisement
ছবি দুটির একটিতে তিনি অভিনয় করবেন এক কবির চরিত্রে। আরেকটি সিনেমায় তিনি হাজির হবেন এক কবির গল্পে। সেগুলো হলো মাসুদ হাসান উজ্জ্বলের ‘বনলতা সেন’, এতে বাংলা সাহিত্যের জনপ্রিয় কবি জীবননান্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার। শেষ করেছেন শুটিং। অন্যটি তানভীর মোকাম্মেলের ‘সোজন বাদিয়ার ঘাট’। এতে পল্লিকবি জসীমউদ্দীনের কাব্যগ্রন্থের একটি চরিত্রে কাজ করছেন তিনি।
এরমধ্যে ‘বনলতা সেন’ সরকারি অনুদানে নির্মিত হচ্ছে। কেন এই চরিত্রটি বেছে নিলেন তিনি? এ নিয়ে গণমাধ্যমে মুখ খুলেছেন। অভিনেতা বলেন, ‘জীবনানন্দ দাশ আমার প্রিয় কবি। তার কবিতা পড়ে ভাবনার গভীরতা তৈরি হয়। পর্দায় জীবনানন্দ দাশ হওয়া আমার জন্য পরম সৌভাগ্যের। এই চরিত্রটি আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। শুটিং শুরুর তিন মাস আগে থেকে প্রস্তুতি নেওয়া শুরু করেছি। আমার মনে হয়, চমকপ্রদ একটি সিনেমা হতে যাচ্ছে ‘বনলতা সেন’।’
বনলতা সেন সিনেমায় আরও অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা, সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রুপন্তী আকীদ, শরিফ সিরাজ, সুমাইয়া খুশি প্রমুখ।
Advertisement
তানভীর মোকাম্মেল পল্লিকবি জসীমউদ্দীনের ‘সোজন বাদিয়ার ঘাট’ কাব্যগ্রন্থ অবলম্বনে একই নামে সিনেমা তৈরি হচ্ছে। শিমুলতলী গ্রামে বাস করে দুই সম্প্রদায়- মুসলিম ও হিন্দু। ধর্ম পৃথক হলেও তাদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক। পুরো গ্রাম মিলে যেন একটি পরিবার। এই গ্রামের ভিন্ন ধর্মের দুই কিশোর-কিশোরী সোজন ও দুলী। ছোটবেলা থেকেই তারা একে অপরের খেলার সাথি, আপনজন। একসময় গ্রামে সংঘাত হয়। তার করুণ পরিণতি আছড়ে পড়ে সোজন-দুলীর ওপর। সিনেমায় সোজন চরিত্রে অভিনয় করবেন খায়রুল বাসার।
সিনেমাটি নিয়ে খায়রুল বাসার জানান, এখনো সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তাই এই সিনেমা নিয়ে বেশি কিছু বলা যাচ্ছে না। শুটিংয়ের সময় ঠিক করেও সেটি পিছিয়ে নেয়া হয়েছে। চলতি বছরের শেষ নাগাদ শুটিং শুরু হতে পারে। আগামী অক্টোবর থেকে চলবে রিহার্সাল। ছবিটিতে থাকবে অনেক তারকার উপস্থিতি।
এলআইএ/এমএস
Advertisement