জাতীয়

তীব্র গরমে হাঁসফাঁস, কষ্টে শ্রমজীবী মানুষ

তীব্র গরমে হাঁসফাঁস, কষ্টে শ্রমজীবী মানুষ

বিগত কয়েকদিন দেশের অধিকাংশ এলাকায় বইছে তাপপ্রবাহ। কোথাও মৃদু, কোথাও মাঝারি আবার কোথাও তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজধানী ঢাকাতেও বইছে মাঝারি তাপপ্রবাহ। গতকাল শুক্রবার ঢাকায় তাপমাত্রার পারদ ওঠে ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজও সকাল থেকে গরমে অতিষ্ঠ রাজধানীবাসী।

Advertisement

শনিবার (১০ মে) সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে মানুষের হাঁসফাঁস অবস্থা। জীবিকার তাগিদে তীব্র রোদে কাজ করতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের। বাইরে কাজ করা শ্রমজীবী মানুষেরা তীব্র রোদে কেউ ছায়া খুঁজছেন, কেউ পান করছেন ঠান্ডা শরবত।

রাজধানীর রামপুরা ব্রিজে কথা হয় রিকশাচালক আব্দুল হাইয়ের সঙ্গে। জাগো নিউজকে তিনি বলেন, সূর্য উঠার পর থেকেই গরমের তীব্রতা বাড়ছে। একটু পথ চলতেই ঘামে গোসল, গলা শুকিয়ে আসছে। বেশিক্ষণ ভাড়া টানতে পারি না। কিন্তু দিন শেষে রিকশা মালিককে জমার টাকা দিতে হবে, তাই এখনো রাস্তায় আছি। এভাবে টানা গরম পড়লে আয় রোজগার কমে যাবে আমাদের। তাই ক্লান্ত হলেও জিরিয়ে জিরিয়ে রিকশা চালাচ্ছি।

আরও পড়ুন তীব্র তাপপ্রবাহের আভাস দিলো আবহাওয়া অফিস  মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা আজ, তীব্র গরমে ভোগাবে আরও দুদিন 

একই জায়গায় কথা হয় ভ্যানচালক জাহেদ হাসানের সঙ্গে। জাগো নিউজকে তিনি বলেন, মালিবাগ মোড় থেকে মালামাল নিয়ে যাচ্ছি উত্তর বাড্ডা। এই গরম খুব কষ্ট দিচ্ছে। ভ্যানে তো সবসময় ভাড়া পাই না যে রাতে চালাবো। গাড়ি নিয়ে না বের হলে পেট তো চলবে না।

Advertisement

আজ শনিবার সকাল থেকেই রাজধানীর সড়কে মানুষের উপস্থিত তুলনামূলক কম। প্রচণ্ড গরমে প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না কেউ।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দেশের কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। রাজধানী ঢাকায় তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসে।

আরএএস/কেএসআর/জিকেএস

Advertisement