শিক্ষা

দাবি পূরণের ‘আশ্বাস’ নিয়ে সাতরাস্তা মোড়ে যাচ্ছেন কর্মকর্তারা

দাবি পূরণের ‘আশ্বাস’ নিয়ে সাতরাস্তা মোড়ে যাচ্ছেন কর্মকর্তারা

ছয় দফা দাবিতে আন্দোলনরত পলিটেকনিক শিক্ষার্থীদের অধিকাংশ দাবি পূরণ করার ‘আশ্বাস’ নিয়ে রাজধানীর তেজগাঁওয়ে সাতরাস্তা মোড়ে যাচ্ছেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) শোয়াইব আহমাদ খান ও শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি এবং মাদরাসা শিক্ষা বিভাগের কর্মকর্তা ও কারিগরি বোর্ডের কর্মকর্তারা সেখানে গিয়ে শিক্ষার্থীদের বিষয়গুলো বোঝাবেন এবং সুনির্দিষ্ট আশ্বাস দেবেন।

Advertisement

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম বুধবার (১৬ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সবগুলো দাবি নিয়ে কথা হয়েছে। কিছু দাবি তাৎক্ষণিক পূরণ সম্ভব। কিছু দাবি প্রক্রিয়াগত বিষয়। তবে তাদের সঠিক যে দাবিগুলো সেগুলো পূরণে অলরেডি কাজ শুরু হয়েছে। বিষয়টি শিক্ষার্থীদের সামনে ঘোষণা দিতে আমাদের কর্মকর্তারা সেখানে যাচ্ছেন। সেখানে তো এখন বৃষ্টি হচ্ছে। হয়তো কিছুটা সময় লাগতে পারে।

‘আমরা চাই না শিক্ষার্থীরা কষ্ট করে রাস্তায় থাকুক। তাদের দাবি-দাওয়া আমরা গুরুত্বসহকারে বিবেচনা করে বাস্তবায়ন করবো। বিষয়টি জানার পর তারা দ্রুত সেখান থেকে সরে যাবেন বলে প্রত্যাশা করছি’ যোগ করেন খ ম কবিরুল ইসলাম।

Advertisement

সচিব খ ম কবিরুল ইসলাম বলেন, ‘তাদের ছয় দফা দাবির মধ্যে পদোন্নতিতে (জুনিয়র ইনস্ট্রাক্টর পদে) ৩০ শতাংশ কোটা (ক্রাফট ইনস্ট্রাক্টরদের) রয়েছে বা আদালতের নির্দেশনা আছে বলে তারা বলছে, এটা সত্য নয়। তারা ভুল তথ্যের ওপর আন্দোলন করছেন। আমরা বলেছি, সেখানে ৩০ শতাংশ কোটা থাকবে না। তাহলেতো হয়ে গেলো।’

‘আরেকটা দাবি আছে, যেখানে তারা বলছেন-কারিগরির বাইরের সবাইকে সরিয়ে দিতে হবে। এটাতো হুট করে সম্ভব নয়। এটা ধীরে ধীরে বাস্তবায়ন হবে। ওই পথ চলাটা আমরা শুরু করে দিয়ে যাবো।’

বাকি চারটি দাবি পূরণে কাজ শুরু হয়ে গেছে জানিয়ে কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব বলেন, ‘বাকি যেগুলো আছে, সেগুলো নিয়ে কাজ শুরু হয়ে গেছে। তারা নিজের ভালো-মন্দ খুব বেশি বোঝে না। তাদের জন্য আরও বড় বড় কাজ করছি আমরা। যে কাজগুলো হাতে নেওয়া হয়েছে, তা বাস্তবায়ন হলে দেশের কারিগরি শিক্ষা অনন্য উচ্চতায় পৌঁছে যাবে।’

এর আগে বুধবার সকাল ১০টার দিকে পলিটেকনিক শিক্ষার্থীরা রাজধানীর তেজগাঁওয়ে সাতরাস্তা মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেন। ঢাকার শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে সারাদেশে জেলায় জেলায় সড়ক অবরোধ কর্মসূচি করছেন শিক্ষার্থীরা।

Advertisement

জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ প্রমোশন কোটা বাতিল করাসহ ছয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকার হুঁশিয়ারি দিয়েছেন।

শিক্ষার্থীদের ৬ দফা দাবি-

১. জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ প্রমোশন কোটা অবিলম্বে বাতিল করতে হবে

২. জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক) পদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক ডিপ্লোমা প্রকৌশল ডিগ্রি থাকতে হবে।

৩. ক্রাফট ইনস্ট্রাক্টরসহ দেশের কারিগরি সব পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ দিতে হবে।

৪. কারিগরি (পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদের জন্য) সব বিভাগীয় শহরগুলোতে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে।

৫. কারিগরি শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষা চালু ও শিক্ষক পদে ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরির আবেদনের সুযোগ বাস্তবায়ন করতে হবে।

৬. ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য প্রাইভেট সেক্টরে সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করে দিতে হবে।

এএএইচ/এমআইএইচএস/জিকেএস