ক্যারিয়ারে কোচ হিসেবে যে ক্লাবেরই দায়িত্ব নিয়েছেন, সে ক্লাবেই সাফল্য পেপ গার্দিওলার পায়ে এসে লুটোপুটি খেয়েছে। বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ কিংবা ম্যানচেস্টার সিটি- সব ক্লাবেই একের পর এক শিরোপা জিতেছেন তিনি।
Advertisement
কিন্তু সাফল্য পেতে পেতে ব্যর্থতা কি জিনিস, সে স্বাদটাই ভুলে গেছেন ম্যানসিটির স্প্যানিশ এই কোচ। অবশেষে মুদ্রার উল্টা পিঠ দেখলেন তিনি। ২০২৪-২৫ মৌসুমটা কাটলো তার ব্যর্থতার মোড়কে।
ম্যানচেস্টার সিটির প্রায় ব্যর্থ একটি মৌসুম শেষ করার পথে কোচ পেপ গার্দিওলা স্বীকার করে নিলেন, তার ম্যানেজারিয়াল ক্যারিয়ারে এবারই সবচেয়ে কঠিন মৌসুম কাটিয়েছেন। টানা চারটি ইংলিশ প্রিমিয়ার লিগ জেতার পর গার্দিওলা দেখলেন, এবার তার দল হাই স্ট্যান্ডার্ড বজায় রেখে খেলা চালিয়ে যেতে পারছে না, খুব সংগ্রাম করতে হচ্ছে তাদের।
ইংলিশ প্রিমিয়ার লিগের মাঝ পথেই বলতে গেলে শিরোপা দৌড় থেকে ছিটকে পড়ে ম্যানচেস্টার সিটি। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগের প্রথম নকআউটেই রিয়াল মাদ্রিদের কাছে হেরে বিদায় নিতে হয়েছিলো। তবে, একটি শিরোপা নিয়ে অন্তত মৌসুম শেষ করার সম্ভাবনা আছে এখনও। ইংলিশ এফএ কাপের ফাইনালে ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে গার্দিওলার দল।
Advertisement
ইংলিশ প্রিমিয়ার লিগে গার্দিওলার মূল লক্ষ্য এখন আগামী চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন। লিগে সেরা পাঁচ-এর মধ্যে থাকতে পারলে আগামীবছর চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবে ম্যানসিটি।
এসব বিষয় নিয়ে পেপ গার্দিওলা বলেন, ‘এটা সত্যিই আমার জন্য ছিল কঠিন একটি মৌসুম। বিষয়টা আরও বেশি কঠিন হয়ে উঠেছিল আমাদের জন্য। আরও অনেক বেশি। বিশেষ করে, যখন আপনি কোনো কিছু জিততে পারবেন না, তখন মানসিকভাবে, প্রস্তুতিতে, মেজাজে এবং সবকিছুতেই অনেক বেশি চাপ পড়ে।’
বাজে একটি মৌসুম কাটালেও ম্যানসিটির সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি রয়েছে পেপ গার্দিওলার। এখন তার চিন্তা, আগামী মৌসুমে কিভাবে একটি ভালো দল গঠন করা যায়, কিভাবে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা যায়।
আইএইচএস/
Advertisement