রাজনীতি

আওয়ামী লীগ নিষিদ্ধে এক ঘণ্টার আলটিমেটাম

আওয়ামী লীগ নিষিদ্ধে এক ঘণ্টার আলটিমেটাম

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এক ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। এসময়ের মধ্যে আওয়ামী লীগসহ এর অঙ্গসংগঠনগুলোকে নিষিদ্ধ করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানিয়েছেন মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।

Advertisement

শনিবার (১০ মে) সন্ধ্যা সাড়ে সাতটায় শাহবাগে ছাত্র-জনতার গণজমায়েতে এ হুঁশিয়ারি দেন তিনি।

গণজমায়েতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, কিছুক্ষণের মধ্যে আমরা শাহবাগ থেকে বাংলামোটর অবরোধ করবো। পরে অবস্থা বুঝে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাওয়া হবে।

এর আগে শুক্রবার (৯ মে) রাতে শাহবাগে এক সংবাদ সম্মেলনে তিন দফা দাবি সামনে রেখে গণজমায়েত কর্মসূচি ঘোষণা দেন হাসনাত আব্দুল্লাহ। পাশাপাশি দাবি আদায়ে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের কথাও জানান তিনি।

Advertisement

সেই ঘোষণার অংশ হিসেবে শনিবার বিকেল থেকে শাহবাগ মোড়ে অবস্থান নেয় ইসলামী ছাত্রশিবির, ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ), ইসলামী ছাত্র আন্দোলন, এনসিপিসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ছাড়াও ছাত্র-জনতা। সন্ধ্যা পর্যন্ত দাবি আদায়ে অনড় অবস্থানের পাশাপাশি নানান স্লোগান দিতে থাকেন তারা।

ইএআর/এমএএইচ/জেআইএম