তথ্যপ্রযুক্তি

হোয়াটসঅ্যাপের সঙ্গে যুক্ত করতে পারবেন ইনস্টাগ্রাম

হোয়াটসঅ্যাপের সঙ্গে যুক্ত করতে পারবেন ইনস্টাগ্রাম

হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের নিরাপত্তায় নানান ফিচার যুক্ত করেছে প্ল্যাটফর্মটি। হোয়াটসঅ্যাপে সারাক্ষণ অসংখ্য চ্যাট করছেন, অডিও, ভিডিও কলে যুক্ত হচ্ছেন। হোয়াটসঅ্যাপ এবার আনতে চলেছে নতুন চমক! এবার হোয়াটসঅ্য়াপের সঙ্গে লিঙ্ক করতে পারবেন ইনস্টাগ্রাম প্রোফাইল।

Advertisement

সব বয়সী ব্যবহারকারী রয়েছে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের। কাজের ফাঁকে একমুহূর্ত সময় পেলেই ঢুঁ মারেন হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা ইনস্টাগ্রামে। আগেই ফেসবুকের সঙ্গে যুক্ত হয়েছিল ইনস্টাগ্রাম। ফলে ব্যবহার সহজ হয়েছিল। এবার হোয়াটসঅ্যাপের সঙ্গে লিঙ্ক করা যাবে ইনস্টাগ্রামের লিঙ্ক।

প্রোফাইল ছবি, নামের পাশেই অ্যাড করা যাবে ইনস্টাগ্রাম প্রোফাইলের লিংক। অর্থাৎ এবার থেকে কারো হোয়াটসঅ্যাপ নম্বর জানা থাকলেই নাগালে এসে যাবে ইনস্টা প্রোফাইল! তবে এতে নিরাপত্তার কোনো ঘাটতি হবে না।

প্রোফাইল লিঙ্ক যুক্ত করা গেলেও আপনি চাইলেই তা নির্দিষ্ট কিছু মানুষই তা দেখতে পাবেন। ঠিক যেমন প্রোফাইল ছবি, স্ট্যাটাসের ক্ষেত্রে থাকে, এভরিওয়ান, মাই কন্ট্যাক্টস, মাই কন্ট্যাক্টস এক্সেপ্ট অপশন। ক্ষেত্রেও তেমনই থাকবে। অর্থাৎ আপনি যাদের দেখাতে চাইবেন, কেবল তারাই দেখতে পাবেন আপনার ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক।

Advertisement

এরইমধ্যে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে এই ফিচার। তবে তা বিটা ভার্সনে ব্যবহার করা যাচ্ছে। শিগরির হয়তো সবার জন্য এই ফিচারটি আসবে।

আরও পড়ুন

হোয়াটসঅ্যাপে এখন আর কোনো মেসেজ চোখ এড়িয়ে যাবে না নতুন বছরে একগুচ্ছ ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে/এমএস

Advertisement