দেশজুড়ে

‘দাদা, আপনার ফার্মেসিতে চুরি করেছি, ক্যাশে এত কম টাকা রাখলেন কেন’

মধ্যরাতে ফ্যার্মেসিতে চোরের হানা। তবে কাঙ্ক্ষিত টাকা-পয়সা না পেয়ে ফার্মেসি মালিককে ফোন করে ঘটনার সবকিছু জানালেন স্বয়ং চোর নিজেই। ঝাড়লেন ক্ষোভ।

Advertisement

এমনই ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শহরের মল্লিক ফার্মেসিতে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

রোববার (৩০ মার্চ) দিনগত মধ্যরাতে উপজেলা শহরের হাসপাতাল সড়কের মল্লিক ফার্মেসিতে এ ঘটনা ঘটে। ফার্মেসির মালিক হরেন্দ্রনাথ সাহা বলেন, “ভোরের দিকে চোর চক্রের এক সদস্য আমার ফোনে কল করে বলে, দাদা, আপনার ফার্মেসিতে আমরা চুরি করেছি। গতকাল তো কেনাবেচা অনেক করেছেন, তো ক্যাশে এত কম টাকা রাখলেন কেন? একটু বেশি করে রাখতে পারেন না?”

হরেন্দ্রনাথ সাহা আরও বলেন, ‘ফোনে জানানো ওই কথা আমি প্রথমে বিশ্বাস করছিলাম না। পরে ভোরে দোকানে এসে ওষুধসহ বেশকিছু মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে বলে বুঝতে পেরেছি।’ এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম হাওলাদার জাগো নিউজকে বলেন, আমি এখন ঝিনাইদহ শহরে আছি। ঘটনাটি জানার পরে স্বঘোষিত চোরের ফোন নম্বর শনাক্তকরণের কাজ চলছে। এ ঘটনায় জড়িতদের শিগগির আইনের আওতায় আনা হবে।

Advertisement

শাহজাহান নবীন/এসআর/এএসএম