খেলাধুলা

অচেনা অশ্বিনীর তোপ, কলকাতাকে ১১৬ রানে গুটিয়ে দিলো মুম্বাই

মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে কেবলই অভিষেক হলো। আর অভিষেকেই বাজিমাত করলেন অচেনা ২৩ বছর বয়সী তরুণ অশ্বিনী কুমার। ২৪ রানে ৪ উইকেট নিয়ে সবার নজর কেড়েছেন তিনি। পাঞ্জাবের মোহালিতে জন্ম নেওয়া এ বাঁহাতি পেসারের তোপে মাত্র ১১৯ রানে গুটিয়ে গেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। অর্থাৎ টুর্নামেন্টের প্রথম জয় পেতে টেবিলের তলানিতে থাকা মুম্বাইকে করতে হবে নির্ধারিত ২০ ওভারে ১১৭ রান।

Advertisement

সোমবার মুম্বাইয়ের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৪৫ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে কলকাতা। অশ্বিনী কুমার, হার্দিক পান্ডিয়া, দিপক চাহারের তোপের মুখে দ্রুত সাজঘরের পথ ধরেন কলকাতার টপঅর্ডার কুইন্টন ডি কক, সুনিল নারিন, আজিঙ্কা রাহানে, অ্যাংক্রিশ রঘুবংশী ও ভেঙ্কতেশ আইয়ার।

ষষ্ঠ উইকেটে ২১ বলে ২৬ রানের জুটি করেন মনিশ পান্ডে ও রিংকু সিং, যা কলকাতার এ ইনিংসের সর্বোচ্চ জুটি। ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর রঘুবংশীর, ১৬ বলে ২৬ রান।

রমণদ্বীপ সিং ১২ বলে ২২, পান্ডে ১৪ বলে ১৯ ও রিংকু সিং ১৪ বলে ১৭ রান করেন। ফলে ১৬.২ ওভারে অলআউট হয় কলকাতা।

Advertisement

মুম্বাইয়ের হয়ে বল হাতে ২৪ রানে ৪ উইকেট নেন অশ্বিনী কুমার। ২ উইকেট নেন দিপক চাহার।

এমএইচ/