কৃষি ও প্রকৃতি

মানিকগঞ্জে খেসারি কালাই ঘরে তুলতে ব্যস্ত কৃষক

মানিকগঞ্জে খেসারি কালাই ঘরে তুলতে ব্যস্ত কৃষক

খেসারি কালাই ঘরে তুলতে মাঠে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। মানিকগঞ্জ জেলার কৃষকেরা কালাই উঠানো, মলন ও পালা দেওয়ার কাজে ব্যস্ত সময় পার করছেন। তাদের আশা সারাবছরের লোকসান পুষিয়ে দেবে খেসারি কালাই।

Advertisement

কৃষকেরা বলছেন, এ বছর ফলন‌ কম হয়েছে। অন্য ফসলেও তেমন লাভ হয়নি। খেসারিতে খরচ কম হলেও দাম ভালো পেলে কিছুটা লাভের আশা করছেন তারা।

মানিকগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গত অর্থবছর জেলায় খেসারি কালাই চাষ হয়েছিল ২ হাজার ১৪ হেক্টর জমিতে। গত বছরের চেয়ে ৭২ হেক্টর কমে এ বছর চাষ হয়েছে ১ হাজার ৯৪২ হেক্টর জমিতে।

উভাজানী গ্রামের কৃষক মানিক দেওয়ান জাগো নিউজকে বলেন, ‘৮ বিঘা জমিতে কলই চাষ করেছি। গত বছরের চাইতে এ বছর ফলন কম। কৃষকের আয় নাই। কামলা পইরাতের (শ্রমিক) দাম বেশি। এর মধ্যে বৃষ্টিতে জ্বালাইছে। এহনো মলন শেষ হয় নাই।’

Advertisement

আরও পড়ুন পেঁয়াজ বীজে লাখোপতি দিনাজপুরের ৫০ চাষি  ফরিদপুরে লালমির বাম্পার ফলনে খুশি চাষিরা 

কুড়িগ্রাম থেকে কাজ করতে আসা সবির আলী বলেন, ‘আমি কুড়িগ্রাম থেকে কলই কাটার কাজ করতে এসেছি। আজ ১০-১২ দিন হয়। আরও কয়েক দিন কাজ করে বাড়ি যাবো। বাড়ি গিয়ে ঈদ করবো। আমাকে প্রতিদিন ৬০০ টাকা করে দেয়।’

পঞ্চম শ্রেণির ছাত্র রাজিব বলে, ‘আমি পড়াশোনার পাশাপাশি বাবা-চাচাকে কৃষিকাজে সাহায্য করি। এখন খেসারি কালাইয়ের মলন ভাঙতেছি। কিছুক্ষণ পর মলন দিবো।’

কৃষক রবিউল দেওয়ান বলেন, ‘আগে প্রতি বিঘায় ৫ মণ করে খেসারি পেতাম। এ বছর প্রতি বিঘায় ৪ মণ করে আসতে পারে। এ বছর অন্য ফসলের দামটা কম পাওয়ায় ক্ষতিতে আছি। আশা করছি পূর্বের ফসলের জেরটা আমরা যাতে উঠিয়ে আনতে পারি।’

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. রবীআহ নূর আহমেদ জাগো নিউজকে বলেন, ‘জেলায় বন্যা না হওয়ায় খেসারি কালাইয়ের আবাদ কমে যাচ্ছে। বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে জমিতে খেসারি ছিটিয়ে দিতে হয়। তাছাড়া ফলন কমে যাওয়ার কারণ বন্যা। আগে বন্যা হলে মাটিতে পলি জমতো। পলি যেখানে বেশি জমবে; সেখানে ফসল ভালো হবে।’

Advertisement

মো. সজল আলী/এসইউ/জিকেএস