খেলাধুলা

কষ্টার্জিত জয়ের স্বাদও ভালোভাবে নিতে পারলেন না রাজস্থান অধিনায়ক

কষ্টার্জিত জয়ের স্বাদও ভালোভাবে নিতে পারলেন না রাজস্থান অধিনায়ক

চলতি আইপিএলে নিজেদের প্রথম দু্টি ম্যাচেই হেরেছিল রাজস্থান রয়্যালস। তবে তৃতীয় ম্যাচে এসে জয়ের দেখা পায় দলটি। গতকাল রোববার গুয়াহাটিতে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৬ রানের রুদ্ধশ্বাস জয়ে হাসি ফোটে রাজস্থানের ক্রিকেটারদের মুখে। অন্তর্বতী অধিনায়ক হিসেবে প্রথম ও একমাত্র সাফল্যের দেখা পান রিয়ান পরাগ।

Advertisement

তবে বহুল কাঙ্ক্ষিত ও কষ্টার্জিত জয়ের স্বাদটা ভালোভাবে নিতে পারেননি গরাগ। উদযাপনের কিছুক্ষণ পরই তাকে দাঁড়াতে হয়েছে আইপিএল কর্তৃপক্ষের কাঠগড়ায়। গুনতে হয়েছে জরিমানাও।

স্লো ওভার রেটের কারণে রাজস্থান অধিনায়ক পরাগকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে। চলতি আসরে এ নিয়ে দ্বিতীয়বার স্লো ওভার রেটের কারণে শাস্তির পেলেন কোনো অধিনায়ক। এর আগে শনিবার গুজরাট টাইটানসের বিপক্ষে ম্যাচে এ অপরাধ করে সমান অংকের অর্থ জরিমানা গুনেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

গেল আসরে তিনবার স্লো ওভার রেটের অপরাধ করলে এক ম্যাচ নিষিদ্ধ করা হতো। এবার অধিনায়কদের নিষেধাজ্ঞার ঝুঁকি নেই। কারণ আইপিএল সেই নিয়ম বাতিল করেছে। এখন থেকে শুধু আর্থিক জরিমানা এবং ইন-গেম ফিল্ডিং সীমাবদ্ধতা থাকবে।

Advertisement

পরাগ রাজস্থানের প্রথম তিন ম্যাচে অন্তর্বর্তীকালীন অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন। নিয়মিত অধিনায়ক সঞ্জু স্যামসন আঙুলে চোট পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। শুধু ব্যাটার হিসেবে খেলেন স্যামসন। তবে চোট থেকে সেরে ওঠায় আগামী ম্যাচ থেকে রাজস্থানকে নেতৃত্ব দেবেন স্যামসনই।

এমএইচ/এএসএম