অনেকটা গোপনেই ‘তাণ্ডব’ ছবির শুটিং শুরু করছেন শাকিব খান। তার জন্মদিনে ফার্স্ট লুক প্রকাশ করে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেবে প্রযোজনা। এমনটাই শোনা যাচ্ছে চারদিকে। যদিও এ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন শাকিব ও ছবির পরিচালক রায়হান রাফী।
Advertisement
এ সিনেমার ঘোষণার পর থেকেই চলছে আলোচনা। এতে শাকিবের বিপরীতে কে থাকছেন তা নিয়েও কৌতুহলের শেষ নেই ঢালিউডপ্রেমীদের। ঈদের পর তাদের নাম প্রকাশ্যে আনবেন বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন নির্মাতা।
তবে খোঁজ নিয়ে জানা গেছে, ‘তাণ্ডবে’ শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর। এটিই হতে যাচ্ছে সাবিলার প্রথম সিনেমা। সেইসঙ্গে এই ছবিতে বিশেষ একটি চরিত্রে চমক নিয়ে হাজির হবেন জয়া আহসান। এছাড়াও সিনেমাটিতে মাত্র ৪০ সেকেন্ডের একটি ক্যামিও উপস্থিত হবেন আফরান নিশো।
তবে এসব নিয়ে এখনো মুখ খুলছেন না শাকিব, রাফী বা এই সিনেমার সংশ্লিষ্ট কেউ। খবরগুলো ঢালিউডে ভাসছে কেবল গুঞ্জন হয়ে।
Advertisement
প্রসঙ্গত, জয়া আহসান অনেক আগেই শাকিব খানের সঙ্গে কাজ করেছেন। দুটি ছবিতে জুটি হয়েছেন তারা। রায়হান রাফীর সঙ্গেও ‘তুফান’ ছবিতে কাজ করেছেন শাকিব। তবে সাবিলার সঙ্গে প্রথমবার দেখা যাবে ঢালিউডের সুপারস্টারকে। তাই তার ভক্তরাও বেশ আগ্রহী এই জুটিকে নিয়ে।
এমআই/এলআইএ/এমএস