ধর্ম

আল্লাহর দেওয়া সম্পদের যথাযথ ব্যবহার করুন

আজ (১৭ মার্চ) ১৬ রমজান দিবাগত রাতে ইশার পর ১৭তম দিনের তারাবিহ নামাজে আমাদের দেশের মসজিদগুলোতে কোরআনের ২০ নং পারা তিলাওয়াত করা হবে। এ পারায় রয়েছে সুরা নামলের শেষাংশ, সুরা কাসাস ও সুরা আনকাবুতের দুই তৃতীয়াংশ।

Advertisement

পবিত্র কোরআনের এ অংশে আমাদের দৈনন্দিন জীবন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ যে শিক্ষা ও দিক-নির্দেশনা রয়েছে:

১. আল্লাহ তাআলা আমাদের রিজিক হিসেবে মানুষকে অর্থ-সম্পদ দান করেন। এগুলো আল্লাহ তাআলার নেয়ামত। আল্লাহ তাআলা চান আমরা যেন তার এই নেয়ামতের যথাযথ ব্যবহার করি। তার দেওয়া সম্পদ তার নির্দেশিত পথে ব্যয় করি। আল্লাহ যেমন আমাদের ওপর অনুগ্রহ করেছেন, আমরাও মানুষের ওপর অনুগ্রহ করি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তোমাকে যা দান করেছেন তাতে তুমি আখিরাতের নিবাস অনুসন্ধান কর। তবে তুমি দুনিয়া থেকে তোমার অংশ ভুলে যেয়ো না। তোমার প্রতি আল্লাহ যেমন অনুগ্রহ করেছেন তুমিও তেমন অনুগ্রহ কর। আর জমিনে ফাসাদ করতে চেয়ো না। নিশ্চয় আল্লাহ ফাসাদকারীদের ভালবাসেন না। (সুরা কাসাস: ৭৭)

২. মুমিনের দায়িত্ব আল্লাহ তাআলার যে কোনো নির্দেশকে শিরোধার্য করে নেওয়া। এ ব্যাপারে অন্য কারো প্ররোচনা বা অপছন্দকে গুরুত্ব দেওয়ার সুযোগ নেই। মুমিনের জন্য আল্লাহর নির্দেশ পালনের কোনো বিকল্প থাকতে পারে না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর আয়াতসমূহ তোমার ওপর নাজিল হওয়ার পর তারা যেন তোমাকে তা থেকে বিরত রাখতে না পারে, তোমার রবের প্রতি তুমি আহবান কর এবং তুমি মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। (সুরা কাসাস: ৮৭)

Advertisement

৩. আল্লাহ তাআলা বাবা-মায়ের সাথে সর্বাবস্থায় উত্তম আচরণ করার নির্দেশ দিয়েছেন। তবে তাদের মন রক্ষা করার জন্য আল্লাহ তাআলার সাথে শিরক বা অন্য কোনো গুনাহ করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে নির্দেশ দিয়েছি তার বাবা-মায়ের সাথে সদাচরণ করতে। তবে যদি তারা তোমার ওপর বলপ্রয়োগ করে আমার সাথে এমন কিছুকে শরিক করতে যার সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই, তাহলে তুমি তাদের আনুগত্য করবে না। আমার দিকেই তোমাদের প্রত্যাবর্তন। অতঃপর তোমরা যা করতে আমি তা তোমাদেরকে জানিয়ে দেব। (সুরা আনকাবুত: ৮)

৪. এক আল্লাহর ইবাদত করা ও সবরকম শিরক পরিত্যাগ করা মুমিনের জন্য অপরিহার্য। আল্লাহ তাআলা বলেন, তোমরা তো আল্লাহকে বাদ দিয়ে মূর্তিগুলোর পূজা করছ এবং মিথ্যা বানাচ্ছ। নিশ্চয় তোমরা আল্লাহ ছাড়া যাদের উপাসনা কর তারা তোমাদের জন্য রিজিকের মালিক নয়। তাই আল্লাহর কাছে রিজিক অনুসন্ধান কর, তাঁর ইবাদত কর এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কর। তাঁরই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে। (সুরা আনকাবুত: ১৭)

ওএফএফ/এএসএম

Advertisement