খেলাধুলা

নাহিদ রানার পিএসএল খেলা উচিত: শান্ত

বাংলাদেশের সবচেয়ে দ্রুতগতির বোলার নাহিদ রানা পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছেন। পেশোয়ার জালমি দলে টেনেছে বাংলাদেশের এই তরুণ পেসারকে। ভক্তরা অনেক আশায় বুক বেঁধে আছেন, প্রিয় গতিতারকাকে দেখবেন পাকিস্তানের টি-টোয়েন্টি লিগে। অনেকেরই মত, পাকিস্তানের তুলনামূলক ফাস্ট ও বাউন্সি পিচে পিএসএল খেলে নিজেকে আরও উন্নত করতে পারবেন তরুণ নাহিদ রানা। পাশাপাশি ড্রেসিংরুম, প্র্যাকটিস, মাঠে এবং টিম হোটেল ও টিম বাস শেয়ার করে অনেক অভিজ্ঞতাও সঞ্চয় করতে পারবেন ২০ বছর বয়সী এই পেসার। কিন্তু অন্তরায় হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ আর জিম্বাবুয়ের টেস্ট সিরিজ। পিএসএলের সঙ্গে বাংলাদেশ আর জিম্বাবুয়ের টেস্ট সিরিজ ‘ক্রস’ করবে। দুটি ইভেন্ট প্রায় একই সময়ে। পিএসএল শুরু ৮ এপ্রিল। আর বাংলাদেশ ও জিম্বাবুয়ের প্রথম টেস্ট শুরু ২০ এপ্রিল। প্রশ্ন জেগেছে, বিসিবি কি টেস্ট সিরিজ বাদ দিয়ে নাহিদ রানাকে পিএসএল খেলার অনুমতি দেবে? বিসিবি সভাপতি ফারুক আহমেদ এ ব্যাপারে দুইদিন দিন আগে মিডিয়ায় বলেছেন, পিএসএল খেলার জন্য কোনো ক্রিকেটার তাদের (বিসিবির) কাছে আবেদন করেননি। করলে তখন অবস্থা বুঝে ব্যবস্থা।

Advertisement

এদিকে বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে আর টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মনে করেন, নাহিদ রানার পিএসএল খেলা উচিত।

তার মতের পক্ষে যুক্তি দেখিয়ে শান্ত বলেন, ‘(নাহিদ রানার পিএসএল) আমার মনে হয়, এই ধরনের টুর্নামেন্ট খেলা উচিত। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট অবশ্যই খেলা উচিত। তবে এটা পুরোটা নির্ভর করবে ক্রিকেট বোর্ড, কোচ, অধিনায়ক-সবকিছুর ওপরে। তবে আমার মনে হয়, এই ধরনের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলো যদি আমাদের ক্রিকেটাররা খেলা শুরু করে, তাহলে একটা অভিজ্ঞতা তৈরি হবে এবং ওই দায়িত্বটা নেওয়া শিখবে। বাইরের যে ক্রিকেটাররা আছে, তাদের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করা, সব মিলিয়ে ভালো একটা অভিজ্ঞতা হবে। আশা করব, এই ধরনের টুর্নামেন্টে আমাদের ক্রিকেটাররা সামনের দিকে খেলার সুযোগ পাবে।’

নাহিদ রানাকে দেশের ক্রিকেটের বড় সম্পদ হিসেবে অভিহিত করেন আবাহনী অধিনায়ক শান্ত। সেইসঙ্গে তরুণ এই পেসারের ওয়ার্কলোড তথা ফিটনেসের দিকেও নজর রাখার জোর তাগিদ দেন। শান্ত বলেন, ‘(নাহিদ রানা) খুব ভালো একজন সম্পদ। আমরা দেখছি বিশ্ব ক্রিকেটে কীভাবে তাকে নিয়ে কথাবার্তা হচ্ছে। সবচেয়ে ভালো দিক যে, তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট খুব ভালোভাবে মেইন্টেন করছে জাতীয় দলের ফিজিও এবং আবাহনীর হয়ে যারা কাজ করছে। তারা এই জিনিসটা মেইন্টেন করছেন। সে ওইভাবেই ম্যাচ খেলছে। আল্লাহর রহমতে এখন পর্যন্ত ফিট আছে। ওই এনার্জিটা ধরে রেখেছে। আমি আশা করব, সামনের যে ম্যাচগুলো আছে, বোর্ড থেকে যে পরিকল্পনা দেওয়া আছে ও এই দলের যে পরিকল্পনা আছে, সেভাবেই খেলবে। আমি আশা করব, পরের ম্যাচগুলো ও টুর্নামেন্টটা সুস্থ থেকে শেষ করবে।’

Advertisement

এআরবি/এমএমআর/এমএস