সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে দেখা গেছে তার নাতনির সঙ্গে। ভিডিওটি দেখে মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করছেন নেটিজেনরা। কেউ বলছেন গানকে ভালোবেসে শ্রম ও মেধার জোরে শূন্য থেকে চূড়ায় উঠার উদাহরণ মমতাজ।
Advertisement
কেউ আবার বলছেন, ‘ভোটচোর’, ‘স্বৈরাচারের দোসর’, ‘পালিয়ে যাওয়া আপার সৈনিক’ ইত্যাদি। তারা জানতে চাইছেন কোথায় আছেন মানিকগঞ্জ-সিংগাইর (মানিকগঞ্জ-২) আসনের এই সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই কোথাও দেখা যায়নি তাকে।
১৭ মার্চ মমতাজের নিজ গ্রামের একাধিক লোকের সাথে কথা হয় জাগো নিউজের মানিকগঞ্জ প্রতিনিধির। গ্রামবাসী জানান, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়ার পর থেকে মতাজের কোনো হদিস নেই। কখনো শোনা যায় তিনি দেশে, কখনো আবার খবর আসে বিদেশে চলে গেছেন মমতাজ।
শিল্পীর ঘনিষ্ঠ কিছু সূত্র জাগো নিউজকে নিশ্চিত করেছে, মমতাজ বর্তমানে দুবাই অবস্থান করছেন। কিছু বিশ্বস্ত সূত্র আবার বলছে তিনি বর্তমানে ঢাকাতেই আছেন। তার সাবেক এক স্বামীর মেয়ের বাসায় আছেন তিনি।
Advertisement
২০০৮ সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে সদস্য মনোনীত হন মমতাজ। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত হন। তবে ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসনে হেরে যান।
এমআই/এলআইএ/এমএস