জাতীয়

বিমানবন্দরে আলাদা নিরাপত্তা বাহিনী গঠনের তথ্য ভিত্তিহীন: বেবিচক

দেশের বিমানবন্দরগুলোতে সার্বিক নিরাপত্তার জন্য আলাদা নিরাপত্তা বাহিনী গঠনের তথ্য ভিত্তিহীন ও অপপ্রচার বলে দাবি করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

Advertisement

সোমবার (১৭ মার্চ) বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা প্রদান সংক্রান্তে একটি সংস্থার নাম উল্লেখ করে কিছু মনগড়া এবং ভিত্তিহীন তথ্য প্রকাশের মাধ্যমে অপপ্রচার চালানোর বিষয়টি বেবিচক কর্তৃপক্ষের নজরে এসেছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের যে কোনো সিদ্ধান্ত বোর্ড মিটিং এবং অন্যান্য দাপ্তরিক প্রক্রিয়ার মাধ্যমে পর্যালোচনা সাপেক্ষে গৃহীত হয়। এ বিষয়ে কোনো প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়নি এবং যে কোনো সংস্থাপন বেবিচকের সবার অনুমোদন ব্যতীত করা হবে না।

আরও পড়ুন

Advertisement

বেবিচকের হাবিবুরের বিরুদ্ধে রুল, চুক্তিতে নিয়োগ দিচ্ছে কর্তৃপক্ষ

‘কিন্তু বেবিচকে কর্মরত একটি স্বার্থান্বেষী মহল বহিরাগত কিছু অসাধু চক্রের প্ররোচনায় মদতপুষ্ট হয়ে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং বিমানবন্দরসমূহের চলমান অগ্রগতিতে অস্থিতিশীল ও বাধাগ্রস্ত করার নিমিত্তে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে। বিমানবন্দরে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যাত্রীসেবার মান উন্নয়নে বেবিচকের বিভিন্ন উৎস থেকে মতামত গ্রহণ করা হলেও প্রত্যেকটি প্রস্তাবনা অথবা কার্যক্রম অত্যন্ত পেশাদারত্বের সঙ্গে যাচাই-বাছাই এবং নিয়মতান্ত্রিক উপায়ে হয়ে থাকে।’ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের চলমান সংস্কার প্রক্রিয়ায় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দেশের অ্যাভিয়েশন খাতের সঠিক বিকাশ নিশ্চিত করতে জাতীয় উন্নয়ন এবং অগ্রগতিতে একটি অংশীদার হিসেবে ভূমিকা রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। 

বেবিচক জানায়, সব সদস্যের সম্মিলিত প্রয়াস এবং একই সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি এবং বেসরকারি সংস্থার সার্বিক সহযোগিতায় দেশের অ্যাভিয়েশন শিল্পের সামগ্রিক উন্নয়নে সব বাধা উপেক্ষা করে একটি অত্যাধুনিক, নির্ভরযোগ্য এবং আস্থাশীল পরিবেশ গড়ে তুলতে বেবিচক ভবিষ্যতেও নিরলস কাজ করে যাবে।

এমএমএ/ইএ

Advertisement