জাতীয়

আইন পাসের সঙ্গে মাগুরার শিশু ধর্ষণ মামলার বিচারের সম্পর্ক নেই

আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, নারী ও শিশু নির্যাতন দমন আইন পাসের সঙ্গে মাগুরার শিশু ধর্ষণ ও হত্যা মামলার বিচারের সম্পর্ক নেই। ওই বিচার এগিয়ে চলেছে নিজস্ব গতিতে। খুবই দ্রুততার সঙ্গে এ মামলার বিচার হবে।

Advertisement

তিনি বলেন, এ মামলার তদন্ত কার্যক্রমও সমাপ্তির পথে। দু-তিন দিনের মধ্যে ডিএনএ রিপোর্ট পাওয়া যাবে। আগামী কয়েকদিনের মধ্যে এ মামলার বিচার কার্যক্রম শুরু হয়ে যাবে এবং খুব দ্রুত নিষ্পত্তি হবে বলে আশা করছি।

সোমবার (১৭ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন শুধু শিশু ধর্ষণের বিচারে হচ্ছে বিশেষ ট্রাইব্যুনাল: আইন উপদেষ্টা নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনীতে যা থাকছে

ব্রিফিংয়ে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনীর ব্যাপারে সরকার নীতিগত অনুমোদন দিয়েছ। আজ (সোমবার) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

Advertisement

আগামী বৃহস্পতিবার নাগাদ এ আইনটি চূড়ান্ত অনুমোদন হতে পারে।

আরও পড়ুন ধর্ষণ মামলার বিচার ৯০ দিনে শেষ করতে হবে

এমইউ/এমকেআর/এএসএম