খেলাধুলা

নটিংহ্যামের কাছেও হেরে গেলো ম্যানসিটি

এবারের মৌসুমে যে দুর্ভাগ্য ভর করেছে, তা থেকে মোটেও বের হতে পারছে না ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার মত কোচকেও মূদ্রার উল্টো পিঠ দেখতে হচ্ছে। শনিবার রাতে নটিংহ্যাম ফরেস্টের মাঠ দ্য সিটি গ্রাউন্ডে খেলতে গিয়ে ১-০ গোলে হেরে এলো ম্যানসিটি।

Advertisement

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতবে না সিটি এবার আর। এ বাস্তবতা এরই মধ্যে মেনে নিয়েছে ম্যানসিটির কোচ, কর্মকর্তা এবং ফুটবলাররা। তবে তাদের লড়াইটা হলো চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকা।

সে লক্ষ্যে ভালোই এগিয়ে এসেছিলো সিটিজেনরা। ছিল তিন নম্বর স্থানে। কিন্তু নটিংহ্যামের কাছে হেরে চারে নেমে গেলো তারা। তিনে উঠলো নটিংহ্যাম। যদিও সেরা চারে থাকলেও আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবে পেপ গার্দিওলার শিষ্যরা।

দ্য সিটি পার্কে ম্যাচটা গোলশূন্য ড্রয়ের দিকেই এগুচ্ছিলো। কিন্তু ম্যাচের একেবারে অন্তিম সময়ে, ৮৩তম মিনিটে গোল করে স্বাগতিক নটিংহ্যাম ফরেস্টকে জয়সূচক একমাত্র গোলটি উপহার দেন ক্যালাম হাডসন ওদোই।

Advertisement

মরগ্যান গিবস হোয়াইটের কাছ থেকে দুর্দান্ত একটি পাস পান ক্যালাম হাডসন। সেটি ধরে খুব দুরহ কোণ থেকে দারুণ শট নেন তিনি। যেটি জড়িয়ে যায় সিটির জালে।

ম্যানসিটি বেশ কিছু সুযোগ তৈরি করেও কোনো গোল করতে পারেনি। ক্যালাম হাডসন ওদোইয়ের আরও একটি নিশ্চিত গোলের চেষ্টা বিফলে যায় পোস্ট ঘেঁষে বল বাইরে চলে যাওয়া।

ম্যাচ শেষে হাডসন বলেন, ‘আমি নিজেও গোল করার পর বিস্মিত ছিলাম। আমরা প্রতিটিক্ষণে, প্রতিটি বলে লড়াই করেছি। আমি খুশি যে, দর্শকদেরকে এই জয়টা উপহার দিতে পেরেছি। দর্শকদের দিকে তাকান, তারা ছিলেন অসাধারণ।’ প্রায় ৩০ হাজার দর্শক শনিবার রাতে সরাসরি উপভোগ করে ফরেস্ট-ম্যানসিটি ম্যাচটি।

১৯৯৭ সালের পর এই প্রথম ম্যানসিটিকে হারাতে সক্ষম হলো নটিংহ্যাম ফরেস্ট।

Advertisement

আইএইচএস/