জাতীয় ফুটবল দলের প্রাথমিক ক্যাম্পে আছেন ডিফেন্ডার তাজউদ্দিন। ভারতের বিপক্ষে চূড়ান্ত স্কোয়াডে থাকতে সৌদি আরবের তায়েফে কঠোর অনুশীলন করে যাচ্ছেন সিলেটের এই যুবক। তার স্বপ্ন চূড়ান্ত দলে থেকে হামজা চৌধুরীর সাথে ড্রেসিংরুম ভাগাভাগি করবেন এবং একসাথে খেলবেন।
Advertisement
রোববার তায়েফ থেকে এক ভিডিওবার্তায় তিনি হামজা চৌধুরীর সঙ্গে খেলার স্বপ্নের কথা বলেছেন এভাবে, ‘হামজা ভাই (হামজা দেওয়ান চৌধুরী) আসলে তার সঙ্গে সিলেটি ভাষায় কথা বলবো। তাকে সিলেটি ভাষা শেখাবো। যদিও তিনি সিলেটি ভাষা জানেন। তার সাথে ড্রেসিংরুম শেয়ার করতে পারলে অনেক খুশি হবো। আমি এটা ভেবে অনেক রোমাঞ্চিত যে, হাজমার সঙ্গে ড্রেসিংরুমে থাকতে পারবো।’
প্রস্তুতি প্রসঙ্গে তাজউদ্দিন বলেছেন, ‘আমাদের অনুশীলন ভালো হচ্ছে। আমি আগেও সৌদি আরবে ট্রেনিং করেছি। কোচ আমাদের অনেক কিছু শেখান। আমি চেষ্টা করছি টিমে থাকার। কোচের নির্দেশনা অনুসারে খেলার চেষ্টা আমি করবো।’
আরেক ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরা বলেছেন, ‘ইনজুরি কাটিয়ে অনেক দিন পর আসলাম। ভারতের কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার জন্যই মূলত আমাদের সৌদি আরব আসা। আমাদের কন্ডিশনের চেয়ে পুরো আলাদা এখানকার কন্ডিশন। এটা ভালো একটা দিক। আমি নিজেকে মেলে ধরার জন্য আপ্রাণ চেষ্টা করে যাবো।’
Advertisement
আরআই/এমএমআর/জেআইএম