এমন নয় যে, ঢাকা প্রিমিয়ার লিগে ১৭৬ রানই ব্যক্তিগত সর্বোচ্চ রানের স্কোর। ঢাকার ক্লাব ক্রিকেটে ডাবল-সেঞ্চুরিও আছে। আর লিস্ট 'এ' ক্রিকেটে ২০২২ সালে প্রাইম ব্যাংকের হয়ে শাইনপুকুরের বিপক্ষে ১৮৪ রানের বিরাট ইনিংস খেলেছিলেন এনামুল হক বিজয়। আজ রোববার সেই ইনিংস টপকে ডাবল-সেঞ্চুরির হাতছানি ছিল নাইম শেখের। রোববার শেরে বাংলায় নাইম শেখ ১২৫ বলে ১৭৬ রানে আউট হয়েছেন ইনিংসের ৩৮.৩ ওভারে। মানে, তখনও প্রাইম ব্যাংক ইনিংসের ৬৯ বল বাকি। একটু দেখেশুনে ও রয়েসয়ে খেললেই বাকি ২৪ রানও করতে পারতেন নাইম। কিন্তু প্রাইম ব্যাংক ওপেনার তা পারেননি। ৫০ ওভারের ক্রিকেটে প্রথম ডাবল-সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করে অতৃপ্তই রয়ে গেলেন নাইম। খেলা শেষে তার কথায় সেটিই মনে হয়েছে।
Advertisement
নাইম শেখের অনুভব, ৪৪-৪৫ ওভার পর্যন্ত খেলে যেতে পারলে হয়তো ডাবল-সেঞ্চুরি করার একটা সম্ভাবনা থাকতো। তবে এই ইনিংস খেলেও অন্যরকম ভালো লাগায় আচ্ছন্ন নাইমের দেহ ও মন।
নাইম শেখ বলেন, ‘লম্বা একটা ইনিংস খেলতে পেরেছি। খুব ভালো লাগছে। ওই সময় মনে হচ্ছিলো, আরেকটু মনোযোগ থাকলে ভালো। আমি হয়তো ৪৪-৪৫ ওভার পর্যন্ত খেলে যেতে পারলে আলাদা কিছু করতে পারতাম।’
নিজের প্রাপ্তিতে সন্তুষ্টি প্রকাশ করে নাইম শেখ বলেন, ‘আক্ষেপ নাই। ১৭৬ করতে পেরে ভালো লাগছে। ওরা সেরা অ্যাটাক নিয়ে নেমেছে। আমি ব্যক্তিগত কোনো মতামত দিতে চাই না। আমি আমার সেরাটা খেলার চেষ্টা করেছি।’ নিজের ব্যাটিংয়ে উন্নতির বর্ণনা করে নাইম শেখ বলেন, ‘ফুটওয়ার্ক নিয়ে গত ২ বছর যেভাবে কাজ করতেছি, এখনও একইভাবে ব্যাটিং করেছি। হয়তো বেশি এক্টিভ মনে হয়েছে। কাভার, এক্সট্রা কাভার নিয়ে আমি বেশ কিছুদিন ধরে কাজ করছি। এনসিএল থেকে এ জিনিসগুলো করতেছি। কিছু সুনির্দিষ্ট জায়গা থাকে, যেখানে রান করলে ভালো লাগে। চেষ্টা করতেছিলাম যেন মিস না হয়।’ এটা ৫০ ওভারের ফরম্যাটের সেরা ইনিংস কিনা, জানতে চাইলে নাইম শেখের জবাব, ‘মনে হয় না। আমি এর আগে প্রাইম ব্যাংকের বিপক্ষে ১৩০ এর বেশি করছিলাম মনে হয়। ওটা আমার লিস্ট ‘এ’ ক্যারিয়ারে সেরা রাখবো সবসময়।’
Advertisement
এআরবি/এমএইচ/