পেশাদার ফুটবল লিগের দ্বিতীয় স্তর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ মাঠে গড়িয়েছে রোববার। প্রথম দিনের তিন ম্যাচের দুটিতে জিতেছে বাফুফে এলিট একাডেমি ও ওয়ারি ক্লাব। ড্র করেছে ফরাশগঞ্জ ও লিটল ফ্রেন্ডস ক্লাব।
Advertisement
বাফুফে এলিট একাডেমি ১-০ গোলে হারিয়েছে পিডব্লিউডি স্পোর্টস ক্লাবকে। গোল করেছেন আশিক। প্রথমার্ধের খেলা শেষ হয় গোলশূন্যভাবে। ম্যাচের একমাত্র গোলটি হয় ৫০ মিনিটে।
ওয়ারি ক্লাব জিতেছে ১-০ গোলে উত্তর বারিধারা ক্লাবের বিপক্ষে। বিরতির আগ মুহূর্তে গোল করে ওয়ারিকে পূর্ণ পয়েন্ট এনে দেন সোহাগ বর্মন। ফরাশগঞ্জ ও লিটল ফ্রেন্ডস ক্লাবের কোনো পক্ষই গোল করতে পারেনি।
চ্যাম্পিয়নশিপ লিগে অংশ নেওয়ার কথা ছিল বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের নোফেল স্পোর্টিং ক্লাব। তবে সভাপতির ক্লাবটি দলবদলে অংশ না নিয়ে সমালোচনার জন্ম দিয়েছে।
Advertisement
আরআই/এমএমআর/জেআইএম