আন্তর্জাতিক

সৌদির গ্রান্ড মসজিদে রোবোট চালু, উত্তর দেবে বিভিন্ন প্রশ্নের

সৌদি আরবের মক্কায় গ্র্যান্ড মসজিদে একটি অত্যাধুনিক রোবট চালু করা হয়েছে, যা একই সঙ্গে বিভিন্ন ভাষায় মুসল্লিদের ধর্মীয় প্রশ্নের উত্তর দেবে।

Advertisement

দুই পবিত্র মসজিদের ধর্মীয়বিষয়ক প্রেসিডেন্সির প্রধান আব্দুল রহমান আল সুদাইস তীর্থযাত্রী ও দর্শনার্থীদের অভিজ্ঞতা সমৃদ্ধ করার লক্ষে মানারা রোবট নামের এই কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) মেশিনটি চালু করেছেন।

পবিত্র রমজান মাসে লাখ লাখ মুসল্লির সেবা প্রদানের জন্য দুই পবিত্র মসজিদের অভ্যন্তরে ধর্মীয় প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে মনোনীত স্থানগুলো প্রস্তুত এবং সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরও পড়ুন>

Advertisement

রমজানে ভিক্ষা করা প্রবাসীদের ফেরত পাঠাচ্ছে কুয়েত সৌদিতে আবাসিক-শ্রম আইন লঙ্ঘন, গ্রেফতার ২০ হাজারের বেশি

আল সুদাইস মানারা রোবটকে একটি এআই আইকন হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, একটি সমন্বিত ও নিয়ন্ত্রিত ডাটাবেসের মাধ্যমে শরিয়া-সম্পর্কিত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মেশিনটি বিশেষভাবে তৈরি করা হয়েছে। ভিডিও কলের মাধ্যমে শীর্ষ ধর্মীয় ব্যক্তিদের সঙ্গেও সরাসরি যোগাযোগ করা যাবে।

রোবটের নকশাটি ইসলামিক সাজসজ্জা দ্বারা অনুপ্রাণিত, যা দুটি পবিত্র মসজিদের স্থাপত্যকে প্রতিফলিত করে।

বছরের পর বছর ধরে ইসলামের দুটি পবিত্রতম স্থানে ধর্মীয় প্রশ্নের উত্তর প্রদানের পদ্ধতি উল্লেখযোগ্যভাবে বিকশিত হয়েছে। ঐতিহ্যগতভাবে ধর্মীয় নেতারা সরাসরি ফতোয়া বা ধর্মীয় আদেশ প্রদান করতেন। ।

এখন গ্র্যান্ড মসজিদের মুসল্লিরা তাদের প্রশ্নের তাৎক্ষণিক উত্তর পেতে স্মার্ট রোবটটি ব্যবহার করতে পারবেন।

Advertisement

সূত্র: গাল্ফ নিউজ

এমএসএম