আসন্ন পবিত্র ঈদুল ফিতরে সড়ক, সেতু ও রেলপথে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে আজ দুপুর ২টায় বিশেষ সভা ডাকা হয়েছে।
Advertisement
গত বুধবার (৫ মার্চ) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিআরটিএ সংস্থাপন শাখার সচিব মো. জসিম উদ্দিনের সই করা এক চিঠিতে বিষয়টি জানানো হয়।
চিঠিতে বলা হয়, ঢাকার বিদ্যুৎভবনের বিজয় হলে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সভাপতিত্ব করবেন।
আরও পড়ুন ঈদযাত্রায় ঢাকা বিভাগে মৃত্যু বেশি, সবচেয়ে কম সিলেটে ঈদের সময় অতিরিক্ত ভাড়া-যাত্রী বহন করলে লঞ্চের রুট পারমিট বাতিল ঈদে বাড়ি যাওয়ার আগে নিজ দায়িত্বে নিরাপত্তা নিশ্চিত করুন: ডিএমপি কমিশনারসভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক) লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী উপস্থিত থাকবেন।
Advertisement
এছাড়া সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, ডিএমপি কমিশনার, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপিসহ সংশ্লিষ্টদের উপস্থিত থাকতে বলা হয়েছিল।
রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী জানিয়েছেন, সভা শেষে সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান গণমাধ্যমে ব্রিফ করবেন।
এনএস/বিএ/এমএস
Advertisement