শিক্ষা

ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্তির আবেদন পেছালো

ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্তির আবেদন পেছালো

কারিগরি ত্রুটির কারণে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্তির অনলাইন আবেদনের তারিখ পেছানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী, ৮ থেকে ১৫ জুলাই পর্যন্ত এ আবেদন করা যাবে। এর আগের ঘোষণা অনুযায়ী আবেদন শুরুর কথা ছিল আজ বৃহস্পতিবার (৩ জুলাই) থেকে।

Advertisement

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের নোটিশে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের আওতাধীন অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এমপিভুক্ত করার লক্ষ্যে গত ২৬ জুন গণবিজ্ঞপ্তির আলোকে ৩ থেকে ১০ জুলাই পর্যন্ত আবেদনের সময়সীমা কারিগরি ত্রুটিজনিত কারণে আগামী ৮ থেকে ১৫ জুলাই পর্যন্ত নির্ধারণ করা হলো। এসময়ে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের ওয়েবসাইট অথবা মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট  অথবা বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) ওয়েবসাইট- Online Ebtedie MPO Application শিরোনামে প্রদর্শিত লিংকের মাধ্যমে আবেদন করা যাবে।

আরও পড়ুন ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণ হলে শিক্ষক-কর্মচারীদের বেতন কত হবে?  ১০০ শিক্ষার্থী না থাকলে ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণ নয় 

অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলোর এমপিওভুক্তির আবেদন সরাসরি, ই-মেইল বা পত্রের মাধ্যমে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ অথবা এর অধীন কোনো দপ্তরে গ্রহণ করা হবে না।

Advertisement

এদিকে, অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলো এমপিওভুক্ত করার সব কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ পদ্ধতিতে ‌‘স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা স্থাপন, পাঠদান, স্বীকৃতি, পরিচালনা ও জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা, ২০২৫’ অনুযায়ী নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তালিকা প্রস্তুত করা হবে।

এএএইচ/কেএসআর/জিকেএস