দেশজুড়ে

সুনামগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সুনামগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সুনামগঞ্জের শাল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে উপজেলার মির্জাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

Advertisement

তারা হলো, আকিব মিয়া (৬) ও তানভীর হোসেন (৫)। আকিব উপজেলার সীমেরকান্দা গ্রামের সিরাজ মিয়ার ছেলে ও তানভীর ওই গ্রামের কবির হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার সীমেরকান্দা গ্রাম থেকে সিরাজ মিয়ার ছেলে আকিব মিয়া মির্জাকান্দা গ্রামে বেড়াতে আসে। পরে ওই গ্রামের কবির হোসেনের ছেলে তানভীর হোসেনের সঙ্গে তারা বাড়ির প্রাঙ্গণে খেলাধুলা করে। কোনো এক ফাঁকে তারা বাড়ির পাশের পুকুরের পড়ে যায়। দীর্ঘক্ষণ পর তারা পুকুরে ভেসে ওঠে। পরে তাদের উদ্ধার করে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. রাজীব বিশ্বাস বলেন, পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়।

Advertisement

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

লিপসন আহমেদ/আরএইচ/জিকেএস