জাতীয়

মোহাম্মদপুরে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১০

রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করে দশজনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

গ্রেফতাররা হলো- লিটন (২৭), জহিরুল (২০), রফিক (৩০), হানিফ (২৪), নুর হোসেন (২২), ইব্রাহিম (২৫), সাইদ (২৫), রুমান (২৫), পারভেজ (৩৫) ও সিয়াম (১৯)।

শনিবার (১ মার্চ) দুপুরে এ তথ্য জানান মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এসি এ কে এম মেহেদী হাসান বলেন, গ্রেফতারদের মধ্যে দ্রুত বিচার আইনে ৫ জন, ডিএমপি আইনে একজন, মাদক মামলায় তিনজন ও ওয়ারেন্টভুক্ত একজন আসামি রয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Advertisement

অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মেহেদী হাসান।

কেআর/এমএএইচ/জেআইএম