দেশজুড়ে

৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কারপুরের পাটহাত্তা এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) আসিফ ইমাম।

স্থানীয় জনতা ও পুলিশ সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার শিশু ও অভিযুক্ত কিশোর কাঁচপুরের পাটহাত্তা এলাকার ভাড়াটিয়া। ভুক্তভোগীকে নিজ ঘরের ওয়াশরুমে নিয়ে ধর্ষণ করে অভিযুক্ত। এমন অভিযোগে এলাকাবাসী তাকে আটকের পর মারধর করে পুলিশে সোপর্দ করে।

অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) আসিফ ইমাম জানান, অভিযুক্তকে স্থানীয় জনতা আটকের খবরের সঙ্গে সঙ্গে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement

মো. আকাশ/এফএ/জিকেএস