জাতীয় শহীদ সেনা দিবসে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী পিলখানা হত্যাকাণ্ডের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
Advertisement
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বনানী সামরিক কবরস্থানে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিজিবি (তৎকালীন বিডিআর) সদর দপ্তর, পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিজিবি মহাপরিচালক ।
এসময় বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এর আগে, বনানী সামরিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এরপর সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা পুষ্পস্তবক অর্পণ করেন।
Advertisement
এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ও বিজিবির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে শহীদ পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নিরবতা পালন করা হয়। শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
পিলখানা ট্র্যাজেডির ১৬ বছর আজ। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআরের (বর্তমানে বিজিবি) ঢাকার পিলখানা সদর দপ্তরে বিদ্রোহের নামে তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ নিহত হন।
টিটি/এসএনআর/জিকেএস
Advertisement