আইন-আদালত

সিজারে প্রসূতির মৃত্যু: দায়ীদের বিরুদ্ধে পদক্ষেপের দাবি ব্লাস্টের

যশোরের একটি বেসরকারি হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।

Advertisement

একই সঙ্গে ওই ঘটনার সুষ্ঠু, দ্রুত ও নিরপেক্ষ তদন্তসহ দায়ী ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি নিশ্চিত এবং অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশন বন্ধে হাইকোর্টের সুস্পষ্ট নীতিমালা সংবলিত রায়ের সুষ্ঠু বাস্তবায়ন এবং এর কার্যকর তদারকি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ব্লাস্ট এই দাবি জানায়।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা যায় যে, গত শনিবার (২২ ফেব্রুয়ারি) আনুমানিক রাত ৯টার দিকে যশোরের অভয়নগর উপজেলায় নওয়াপাড়া ফাতেমা নামে বেসরকারি হাসপাতালে দুজন প্রসূতির সিজারের পর উচ্চ মাত্রায় রক্তপাত শুরু হয়। সংকটাপন্ন অবস্থায় তাদের তাৎক্ষণিক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে এক নারীর মৃত্যু হয়। তবে অপর নারী বর্তমানে সুস্থ।

Advertisement

আরও পড়ুন

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরি ফেরত দেওয়ার নির্দেশ

২০২৩ সালের ১২ অক্টোবর হাইকোর্ট প্রসূতি মায়েদের স্বাস্থ্যসেবা প্রদানকারী সরকারি ও বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও চিকিৎসক কর্তৃক পরিচালিত অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশন বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক কার্যকরী পদক্ষেপ গ্রহণের ব্যর্থতায় সংক্ষুদ্ধ হয়ে ব্লাস্টের দায়ের করা একটি জনস্বার্থ মামলার (রিট পিটিশন নং ৭১১৭/২০১৯) পরিপ্রেক্ষিতে সুস্পষ্ট নীতিমালা সংবলিত রায় প্রদান করেন।

জনস্বার্থ মামলাটি পরিচালনাকারী আইনজীবী রাশনা ইমাম যশোরের বেসরকারি হাসপাতালে সিজারের পর প্রসূতির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় বলেন, সুষ্ঠু তদন্তে যদি বেরিয়ে আসে যে চিকিৎসায় অবহেলা ছিল বা সিজারিয়ান সেকশন প্রয়োজনীয় ছিল না কিন্তু করা হয়েছে, সেক্ষেত্রে দায়ী চিকিৎসক এবং হাসপাতালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত।

এফএইচ/ইএ/এমএস

Advertisement