সম্প্রতি বেশ কয়েকটি ধর্ষণের ঘটনার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এসময় ধর্ষকের বিচার ও শাস্তি নিশ্চিত এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা।
Advertisement
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় নগরীর চৌমাথা বাজার এলাকায় বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এতে আটকে যায় অসংখ্য যানবাহন।
বিক্ষোভকারীরা বলেন, গত কয়েকদিনে সারাদেশের বিভিন্ন স্থানে একাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে। ছিনতাই-ডাকাতির ঘটনাও ঘটছে। সবমিলিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। এই অবস্থায় অপরাধীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান তারা। একইসঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় এবং অপরাধীদের গ্রেফতারে ব্যর্থ হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা।
এদিকে একই কর্মসূচির অংশ হিসেবে বেলা সাড়ে ১১টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে দিনব্যাপী অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করে ছাত্র-জনতা। এসময় ধর্ষণবিরোধী মঞ্চের আয়োজনে সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
Advertisement
শাওন খান/এসআর/এমএস