দেশজুড়ে

শিবিরকে দায়ী করে দেওয়া বক্তব্যে জামায়াত নেতার দুঃখ প্রকাশ

সিলেটের এমসি কলেজের ঘটনায় ছাত্রশিবিরকে দায়ী করে বক্তব্য দেওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সিলেট মহানগর আমির মো. ফখরুল ইসলাম।

Advertisement

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করেন তিনি।

এরআগে রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আনজুমানে আল ইসলাহ’র সঙ্গে জামায়াতে ইসলামীর সমঝোতা বৈঠক হয়। বৈঠক শেষে এমসি কলেজে ঘটনার সঙ্গে শিবিরের কিছু কর্মী জড়িত রয়েছেন উল্লেখ করে বক্তব্য দেন মহানগরের আমির ফখরুল ইসলাম। পরে রাতেই ফখরুলের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় সিলেট মহানগর ছাত্রশিবির। রাত সাড়ে ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।

এরই পরিপ্রেক্ষিতে সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সিলেট মহানগরীর আমির ফখরুল ইসলাম বলেন, ১৯ ফেব্রুয়ারি দিনগত রাতে সিলেট এমসি কলেজের শিক্ষার্থী মিজানুর রহমান রিয়াদ ও জাহিদুল ইসলাম হৃদয়সহ কয়েকজন শিক্ষার্থীর মধ্যে সৃষ্ট মারামারির ঘটনা গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরে। যা সিলেটের সমাজ ও রাজনীতিতে প্রভাব ফেলেছে। এরূপ অবস্থায় সিলেটের রাজনীতির পারস্পরিক সহাবস্থানের ঐতিহ্য রক্ষা করতে গতকাল (রোববার) আমরা জামায়াতের কয়েকজন দায়িত্বশীল আনজুমানে আল ইসলাহ নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হই। বৈঠক শেষে আমি ছাত্রশিবিরের সংশ্লিষ্টতা নিয়ে যে বক্তব্য দিই তা যথাযথ তথ্য-উপাত্তের ভিত্তিতে ছিল না।

Advertisement

তিনি আরও উল্লেখ করেন, এ ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে। আমি আশা করবো তদন্ত কমিটি যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করবে এবং তদন্তের মাধ্যমে যে বা যারা দোষী সাব্যস্ত হবেন তাদের বিচার নিশ্চিত হবে। বৈঠকে সৃষ্ট বক্তব্যে যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিনগত মধ্যরাতে এমসি কলেজ ছাত্রাবাসে ছাত্রশিবিরের বিরুদ্ধে রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ তোলেন মিজানুর রহমান রিয়াদ নামের এক শিক্ষার্থী। রিয়াদ এমসি কলেজের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ও আনজুমানে আল ইসলাহ’র ছাত্র সংগঠন তালামীযে ইসলামিয়ার সহ-তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক। আহমেদ জামিল/এসআর/এমএস