দেশজুড়ে

গাজীপুরে অবরোধ তুলে নেওয়ায় সাড়ে ৫ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক

গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণের দাবিতে টানা সাড়ে পাঁচ ঘণ্টা রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে অবরোধ তুলে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Advertisement

এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গাজীপুরের কালিয়াকৈর হাইটেক স্টেশন এলাকায় সকাল সোয়া ১০টা থেকে ঢাকা-উত্তরবঙ্গ রেল লাইন অবরোধ করে বিক্ষোভ করে। এতে ওই রেল পথে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। ট্রেন যোগাযোগ বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন ট্রেন যাত্রীরা।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার আহমেদ বলেন, খুব শিগগির ছাত্রদের ন্যায্য দাবি নিয়ে প্রশাসনিক আলোচনা অনুষ্ঠিত হবে। আশা করছি আগামী ১৮ মার্চের মধ্যে শিক্ষার্থীরা যে দাবিটি করেছে পরিবর্তিত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি রাখর যে দাবিটি বাস্তবায়িত হবে। এ আশ্বাসের প্রেক্ষিতে শিক্ষার্থীরা তাদের আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি (বিডিইউ) এর নামের পরিবর্তন করে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণ করে গেজেট প্রকাশ করা হয়েছে। কিন্তু শিক্ষার্থীদের দাবি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি রাখতে হবে।

Advertisement

গত ১৩ ফেব্রুয়ারি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের নাম 'গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি' করার ঘোষণা দেওয়া হয়। এ সিদ্ধান্ত না মেনে শিক্ষার্থীরা 'বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি' নামকরণ করার দাবি জানিয়ে আসছে। সেই দাবিতে গত কয়েকদিন ধরেই মানববন্ধন, বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/জিকেএস