বসন্ত কেবল শুরু হয়েছে, ৯ ফাল্গুন, শনিবার বিকেলবেলা রাজধানীজুড়ে হঠাৎ তুমুল বৃষ্টি! চললো সন্ধ্যার পর পর্যন্ত রাস্তাঘাট কাদা মাখামাখি, ফ্লাইওভারে উপচে পড়া জ্যাম, আর ধোঁয়া-পানি-ধুলো মিলিয়ে অদ্ভুত এক স্যাঁতস্যাঁতে পরিস্থিতি। এর মধ্যেই বইপ্রেমীরা ঠিক পৌঁছে গেছে অমর একুশে বইমেলায়। যদিও বৃষ্টি শুরু হওয়ার পর মেলায় মানুষ অনেক কমে এসেছিল, কিন্তু মেলা চলেছে নির্ধারিত শেষ সময় পর্যন্ত। ছবিতে দেখে নিন বৃষ্টি পরবর্তী বইমেলা। ছবি তুলেছেন অধরা মাধুরী।
Advertisement
তিন বছর বয়সী মেহাতাবী পরিবারের সঙ্গে এসেছে বইমেলায়। মেলায় সে আগেও এসেছে, তবে এ বছর অক্ষরজ্ঞানের সঙ্গে বইকে বুঝতে শিখছে একটু একটু করে।
রাজপথ থেকে ফটোবুথে চলে এসেছে ‘৩৬ জুলাই’।
ইতিহাসের বইয়ের তাকজুড়ে আছে জুলাই বিপ্লব নিয়ে লেখা প্রচুর বই।
Advertisement
বৃষ্টি-কাদায় থেমে থাকেনি মেলা।
নতুন নতুন থ্রিলার বই নিয়ে আগ্রহী তরুণ পাঠকরা।
বইমেলার শেষ সপ্তাহে এমন ঠান্ডা পরিবেশ দেখা যায় না সাধারণত।
ফেরার পথে নানান রকম খাবার, খেলনা-বেলুন ও পানীয়র ফেরিওয়ালাদের ভিড় ।
Advertisement
এবার বাড়ি ফেরার বন্দোবস্ত করার পালা। ব্যস্ত রাস্তায় পাঠকদের ফিরে চলার দিকে তাকিয়ে থাকে টিএসসি চত্বর।
এএমপি/জেআইএম