বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মাসুমা রহমান তানি। তাকে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দোসর দাবি করে তার অপসারণ চাইছেন চলচ্চিত্রের শিল্পী ও কলাকুশলীরা। তাদের সম্মিলিত বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটির ব্যানারে আজ (২৩ ফেব্রুয়ারি) সকাল থেকেই এফডিসির গেটের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
Advertisement
সেখান থেকে সরকারকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি। এরমধ্যে মাসুমা রহমান তানিকে এমডির পদ থেকে সরাতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে।
রোববার এফডিসি প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটির উপদেষ্টা এবং চিত্রনায়ক, পরিচালক ও প্রযোজক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। তিনি বলেন, ‘এফডিসিতে প্রশাসনিক কাজে যদি কোনো প্রশাসক আসে, আমাদের তো কোনো আপত্তি নেই। কারণ এটা সরকারি জায়গা। একটা লোক চাকরি করতে আসবে, সে আসতেই পারে। এখানে চাকরি করতেই পারে। কিন্তু আপনি এমন একজনকে পাঠাচ্ছেন যিনি অজ্ঞাতনামা আসামি আমাদের চোখে। আমরা তাকে চিনি না, জানি না। তাহলে কেন জোর করে আমাদের ওপর আপনারা তাকে চাপিয়ে দেবেন। এমনটা হবে না। আমরা সেটা প্রতিহত করব।’
আজ রোববার বেলা ১১টায় এফডিসির গেটের সামনে প্রতিবাদ শুরু করে বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি। এতে চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, শিল্পী-কুশলীরা অংশ নেন।
Advertisement
বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটির আহ্বায়ক ও চলচ্চিত্র পরিচালক বদিউল আলমের সভাপতিত্বে এফডিসি ফটকে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন রেজাবুদ্দৌলা চৌধুরী, চিত্রনায়ক হেলাল খান, শিল্পী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরমান, অভিনয়শিল্পী এ বি এম সোহেল রশিদ, কেয়া চৌধুরী, শারমিন, চলচ্চিত্র পরিচালক নাসির উদ্দিন, জয়নাল আবেদিন, শাওন আশরাফ, শফিকুল ইসলাম, কাহিনিকার ও চিত্রনাট্যকার কাসেম আলী, ফিল্ম ক্লাবের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।
পরিচালক ও বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটির আহ্বায়ক বদিউল আলম বলেন, ‘আমরা বলছি না, আমাদের পছন্দের কাউকে এফডিসির এমডি হিসেবে নিয়োগ দেওয়া হোক। কিন্তু যাকে এই প্রতিষ্ঠানের দায়িত্ব দেওয়া হবে, তাকে অবশ্যই যোগ্যতাসম্পন্ন হতে হবে। চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের মতো প্রতিষ্ঠান পরিচালনায় দক্ষতা থাকতে হবে, চলচ্চিত্র সম্পর্কে জানতে হবে। কিন্তু এই প্রতিষ্ঠানে আমরা দেখছি এখন ফ্যাসিস্ট ও আওয়ামী দোসরকে নিয়োগ দেওয়া হয়েছে। এটা মেনে নেওয়া যায় না। তাই আমরা সবাই এক হয়েছি।’
আজ কর্মসূচির অংশ হিসেবে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এক ঘণ্টার জন্য প্রতীকী ‘এফডিসি ব্লকড’ পালন করে বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি।
এমআই/এলআইএ/জেআইএম
Advertisement