বিনোদন

লামিয়ার হাতে এক্সরে রিপোর্ট, জানালেন পায়ের খবর

 

নারায়ণগঞ্জের সোনারগাঁ বিএনপির নেতাকর্মীদের নিয়ে লামিয়া চৌধুরীর ওপর হামলার অভিযোগ উঠেছে তার মামির বিরুদ্ধে। প্রয়াত চলচ্চিত্র অভিনেত্রী দিতির বসতবাড়ি নিয়ে ভাই-বোনের দ্বন্দ্বের ফলে তার মেয়ের ওপর হামলা চালানো হয়। এতে লামিয়া প্রচণ্ড আঘাত পেয়েছেন।

Advertisement

আজ (২২ ফেব্রুয়ারি) সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে একটি পোস্ট দিয়ে প্রয়াত অভিনেতা সোহেল চৌধুরী ও দিতির মেয়ে লামিয়া চৌধুরী তার ওপর হামলার অভিযোগ করেছেন। রাত সাড়ে নয়টার দিয়ে লামিয়া তার ফেসবুকে আরও স্ট্যাটাসের মাধ্যমে জানান, ‘এক্সরে রিপোর্ট দেখলাম। আমার পায়ের হাড্ডি ভেঙে ফেলেছে। পিঠেও ইনজুরি আছে।’

জানা গেছে, সোনারগাঁ পৌরসভা এলাকায় অভিনেত্রী দিতিদের বসতবাড়ি। সেখানে তার ভাই ও বোনরা বসবাস করেন। তাদের বসতবাড়ি ও আশপাশের সম্পত্তি নিয়ে দিতির সঙ্গে তার ভাই টিপুর বেশ কয়েক বছর ধরে দ্বন্দ্ব চলছিল। দিতির ভাই টিপুর মৃত্যুর পর তার স্ত্রী প্রীতি কয়েক দফা জমি দখলের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন।

এরই ধারাবাহিকতায় গতকাল রাতে টিপুর স্ত্রী স্থানীয় বিএনপির ১০-১২ জন নেতাকর্মীকে নিয়ে ফের জমি দখলের চেষ্টা চালান। সেসময় দিতির আরেক ভাই আনোয়ার, বোন ও তার মেয়ে লামিয়া বাধা দেন। এ সময় দখলদাররা লামিয়ার গাড়িতে হামলা চালিয়ে কাচ ভেঙে ফেলে। একপর্যায়ে ধস্তাধস্তিতে লামিয়ার পায়ে ইটের আঘাত লাগে।

Advertisement

আরও পড়ুন:হামলাকারীদের ছবি দেখালেন লামিয়া‘আমার পাশে কি কেউ নেই?’, কী হয়েছে দিতিকন্যা লামিয়ার

আজ বিকেলে সংবাদ সম্মেলনে নিজের ওপর হামলাকারীদের ছবি দেখান লামিয়া। তাদের পরিচয় না জানলেও এই ব্যক্তিরা তার ওপর হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেন তিনি।

এমএমএফ/আরএমডি

Advertisement