রাজনীতি

শিবিরের ওপর দায় দেওয়ার চেষ্টা করছে ছাত্রদল: ছাত্রশিবির সভাপতি

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ছাত্রদল বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রশিবিরসহ অন্যান্য ছাত্রসংগঠনকে দমনের চেষ্টা করছে। শুধু তাই নয় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে তার দায় শিবিরের ওপর দেওয়ার চেষ্টা করছে তারা। ছাত্রদলকে ছাত্রলীগের পথ অনুসরণ করতে দেখা যাচ্ছে।

Advertisement

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

জাহিদুল ইসলাম বলেন, আপনারা দেখেছেন ‘ছাত্রশিবির কোপানো জায়েজ ছিল, এখনও থাকবে ইনশাআল্লাহ’ এমন একটি পোস্ট ফেসবুকে দিয়েছেন তাদের এক কর্মী। কুয়েটে ছাত্রশিবির হামলা করেছে এমন অভিযোগ করে উল্টো তারাই মিছিল করেছে। আমরা দেখেছি কীভাবে তারা মিছিলে ছাত্রলীগের শেখানো স্লোগান ‘একটা একটা শিবির ধর, ধইরা ধইরা জবাই কর’ দিয়েছে।

শিবিরের কেন্দ্রীয় সভাপতি বলেন, গতকাল গাজীপুর যুবদলের একজন প্রকাশ্যে মাইকে ঘোষণা দিয়ে চাঁদা তোলার ঘটনা ঘটিয়েছেন। কুয়েটে ছাত্রদের ওপর হামলা করে তার দায় ছাত্রশিবিরের ওপর দেওয়ার চেষ্টা করেছে।

Advertisement

কিছু ছাত্রসংগঠন ফ্যাসিবাদী ছাত্ররাজনীতির সংস্কৃতি অবতারণা করছে উল্লেখ করে তিনি বলেন, এটা গণঅভ্যুত্থানের স্পিরিট পরিপন্থি। ছাত্ররাজনীতির মূল মন্ত্রই হবে একদল সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে ভূমিকা রাখা। ছাত্ররাজনীতির মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতার উন্নয়ন সাধিত হবে এবং দেশ পরিচালনার যোগ্যতাসম্পন্ন হয়ে গড়ে উঠবে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে, যা দেশবাসীর কাছে দৃশ্যমান।

জাহিদুল ইসলাম বলেন, আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, ছাত্র রাজনীতি নিয়ে যে জনআকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, তা কিছু ছাত্রসংগঠনের আধিপত্যনীতি, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, দখলদারি, ট্যাগিং ও দোষ চাপিয়ে দেওয়ার হীন সংস্কৃতি চালু রাখার ফলশ্রুতিতে শিক্ষার্থীদের মধ্যে রাজনীতি বিমুখতা তৈরি করছে এবং শিক্ষার পরিবেশ বিনষ্ট হচ্ছে। নিষিদ্ধ ছাত্রলীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হলেও দুর্ভাগ্যজনকভাবে বন্ধুপ্রতিম ছাত্রসংগঠন ছাত্রদলকে তাদের পথ অনুসরণ করতে দেখা যাচ্ছে ৷

এএএম/এএমএ/জিকেএস

Advertisement