চট্টগ্রামে ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পুলিশ। রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে চান্দগাঁও থানাধীন রাহাত্তারপুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
Advertisement
গ্রেফতাররা হলেন, ভোলা জেলার লালমোহন থানাধীন জলিবির হাট এলাকার মো. হারুনের ছেলে মো, মিজান (২০), নোয়াখালী জেলার হাতিয়া থানাধীন চরকিং গ্রামের মো. জামাল উদ্দিনের ছেলে মো. রাশেদ (২১), ভোলা সদর থানাধীন রতনপুরা বাজার এলাকার মো. মালেকের ছেলে মো. হৃদয় (১৯) এবং ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ থানাধীন চরপাড়া গ্রামের আবুল কালামের ছেলে মো. শ্রাবন মিয়া (১৯)। তারা সবাই চান্দগাঁও ফরিদের পাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, সংঘবদ্ধ ছিনতাই গ্যাংয়ের চার সদস্য রাহাত্তারপুল এলাকায় অবস্থান করার গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তাদের বিরুদ্ধে দস্যুতা আইনে মামলা হয়েছে বলে জানান ওসি।
Advertisement
এমডিআইএইচ/এমআইএইচএস/জিকেএস