দেশজুড়ে

মেলায় চাঁদা তোলা নিয়ে বিএনপির দু’পক্ষের বিরোধ, হামলায় আহত ৫

হবিগঞ্জের বানিয়াচংয়ে মেলায় চাঁদা তোলা নিয়ে বিএনপির দু’পক্ষের বিরোধের জেরে হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মার্কুলি বাজারে এ ঘটনা ঘটে।

Advertisement

মার্কুলি পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুর রহমান হামলা ও আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, বেশ কয়েক বছর ওই উপজেলার দুর্গম হাওরাঞ্চল মার্কুলি বাজারে মেলার আয়োজন করা হয়। মেলা ঘিরে প্রতি বছর সংঘর্ষ, চাঁদাবাজি হয় ও জুয়ার আসর বসে। ফলে গত তিন বছর মেলা বন্ধ ছিল। এবার ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর ফারুকের নেতৃত্বে শুক্রবার আবারও মেলা আয়োজন করেন কয়েকজন। এতে আপত্তি তুলেন ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক ইউপি মেম্বার মনির মিয়াসহ কয়েকজন বিএনপি নেতা। শুক্রবার রাতে মেলার জন্য কয়েকজন বাজারে চাঁদা তুলতে শুরু করলে মনির মিয়ার সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়। হামলায় পাঁচজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

আহতদের মধ্যে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মনির মিয়া, যুগ্ম-সম্পাদক আলম মিয়া ও ইউনিয়ন কৃষকদল সভাপতি মহসিন মিয়াকে গুরুতর অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

Advertisement

ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর ফারুক বলেন, চাঁদাবাজির কোনো ঘটনা নয়। এটি আমাদের গ্রামের কিছু লোকের পূর্ব থেকেই গ্রুপিংয়ের বিরোধের কারণে এ সংঘর্ষ হয়েছে। মেম্বারের উপর হামলা হয়েছে। তবে এর সঙ্গে আমার কোন সম্পৃক্ততা নেই।

ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইউপি সদস্য মনির মিয়া বলেন, মেলায় চাঁদাবাজি হয়, জুয়া হয়। তাই এ বছর মেলা না করার জন্য আমরা বলেছিলাম। কিন্তু ওমর ফারুকের নেতৃত্বে মেলা বসানো হয়। শুক্রবার রাতে বাজারে চাঁদা তোলা হয়। তখন আমরা আপত্তি করায় আমাদের উপর হামলা চালানো হয়েছে।

মার্কুলি পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুর রহমান বলেন, মার্কুলি বাজারে প্রতি বছর একদিন মেলা বসে। গত কয়েক বছর এটি বন্ধ ছিল। এবার আবারও মেলা বসেছে। মেলায় বিদ্যুৎ সংযোগের টাকা তোলা নিয়ে বিরোধের জেরে হামলায় ইউপি সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/জেআইএম

Advertisement