রাজধানীর সবুজবাগের মায়াকাননে এক বাসার দরজার তালা ভেঙে চুরির ঘটনায় স্বর্ণাংলকার উদ্ধারসহ চোর চক্রের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
Advertisement
গ্রেফতাররা হলেন- মো. আনোয়ার (৩২), মো. ফরিদ হাওলাদার (৩৩) ও মো. মিলন (৩৭)।
শনিবার (২২ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, সবুজবাগের মায়াকাননের ২৯/ডি নম্বর সড়কের একটি বাসার ভাড়াটিয়া দম্পতি গত ৩০ ডিসেম্বর সকালে অফিসে চলে যান। বিকেলে স্ত্রী বাসায় এসে দেখেন মূল দরজার তালা ভাঙা। তিনি দরজা খুলে ভেতরে প্রবেশ করে দেখতে পান ঘরের কাপড়-চোপড় ও মালামাল এলোমেলো ও আলমারিতে রাখা চার জোড়া স্বর্ণের কানের দুল, চারটি স্বর্ণের গলার হার, দুটি স্বর্ণের আংটি, একটি ব্রেসলেট, যার মোট ওজন আনুমানিক সাত ভরি ও একটি রূপার হার, এক জোড়া নূপুর, একটি মোবাইল ফোন এবং নগদ ৮০ হাজার টাকা নেই।
Advertisement
এ ঘটনায় গত ৭ জানুয়ারি স্বামী খায়রুল কবির সুমনের অভিযোগের প্রেক্ষিতে সবুজবাগ থানায় একটি চুরির মামলা রুজু হয়।
তদন্তাধীন এ মামলার ঘটনাস্থলসহ আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করে বিশেষ অভিযান পরিচালনা করে মো. আনোয়ার হোসেন ও মো. ফরিদ হাওলাদারকে মুগদার দক্ষিণ মান্ডা লেটকা ফকিরের গলির একটি ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরির কাজে তালা ভাঙায় ব্যবহৃত একটি রেঞ্জ, একটি খুর ও একটি কেঁচি উদ্ধার করা হয়।
ডিসি তালেবুর রহমান আরও জানান, গ্রেফতার আনোয়ার ও ফরিদের দেওয়া তথ্যমতে চোরাই স্বর্ণ কেনার অভিযোগে নন্দিপাড়া গার্মেন্টস গলির মা জুয়েলার্স থেকে মো. মিলনকে গ্রেফতার করা হয়। এ সময় মিলনের কাছ থেকে ক্রয়কৃত চোরাই স্বর্ণালংকার থেকে ১.১০ ভরি গলিত স্বর্ণ ও বানানো স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে ও চুরি হওয়া স্বর্ণালংকারসহ বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।
Advertisement
টিটি/এএমএ/এমএস