জাতীয়

রাজশাহীতে প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনীতে সেনাপ্রধান

রাজশাহী ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের সংগঠন ‘ওল্ড রাজশাহী ক্যাডেট অ্যাসোসিয়েশন’ (ওআরসিএ) আয়োজিত তিন দিনব্যাপী ১৪তম পুনর্মিলনী অনুষ্ঠান শেষ হয়েছে।

Advertisement

শনিবার (২২ ফেব্রুয়ারি) জমকালো এই আয়োজনের শেষদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সেনাপ্রধান রাজশাহী ক্যাডেট কলেজে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মেজর জেনারেল মো. মাসুদুর রহমান, কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল কবীর ও ‘ওল্ড রাজশাহী ক্যাডেট অ্যাসোসিয়েশন’র সভাপতি মেজর জেনারেল (অব.) জাহাঙ্গীর কবীর তালুকদার এবং অন্যান্য অতিথিরা।

Advertisement

আরও পড়ুন

প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করলেন সেনাপ্রধান ১৫ দিনে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ৮০৭৯

আইএসপিআর জানায়, অনুষ্ঠানে সেনাপ্রধান বর্ণাঢ্য পুনর্মিলনী প্যারেডের সালাম গ্রহণ করেন। পরে প্রধান অতিথি প্যারেডে অংশগ্রহণকারী বর্তমান ও প্রাক্তন ক্যাডেটদের উদ্দেশে বক্তব্য প্রদান করেন।

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দেশ ও জাতি গঠনে ক্যাডেটদের অবদান উল্লেখ করে ক্যাডেটদের সার্বিক সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং তাদের দেশ সেবায় আত্মনিয়োগ করতে অনুরোধ জানান।

অনুষ্ঠানে রাজশাহী ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেট, স্থানীয় ফরমেশনের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, স্থানীয় বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, রাজশাহী ক্যাডেট কলেজের অধ্যক্ষ, শিক্ষক এবং ক্যাডেটরা উপস্থিত ছিলেন।

Advertisement

টিটি/ইএ/এমএস