খেলাধুলা

ষষ্ঠ জয় বসুন্ধরা কিংসের

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব জয় দিয়েই শুরু করেছে বসুন্ধরা কিংস। লিগের টানা পাঁচবারের চ্যাম্পিয়নরা শনিবার ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছে ২-০ গোলে। কিংস দুটি গোলই করে প্রথমার্ধে।

Advertisement

ম্যাচের ২০ মিনিটে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। মাঝমাঠ দিয়ে আক্রমণে ওঠে সহজেই চট্টগ্রাম আবাহনীর রক্ষণ চুরমার করে বল জালে জড়ান ফয়সাল আহমেদ ফাহিম। চলতি লিগে বসুন্ধরার হয়ে তৃতীয় গোল করলেন ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড।

বিরতিতে যাওয়ার আগেই ব্যবধান দ্বিগুণ করে চ্যাম্পিয়নরা। ৩০ মিনিটে ডান দিক দিয়ে আক্রমণে ওঠা কিংসের একজন খেলোয়াড়কে থামাতে গিয়ে বক্সে চট্টগ্রাম আবাহনীর এক ডিফেন্ডারের হাতে বল লাগে। পেনাল্টি পেয়ে যায় কিংস।

স্পটকিক থেকে গোল করে কিংসের ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলের মিগুয়েল ফিগুয়েরা। এবারের মৌসুমে ঘরোয়া লিগে এই ব্রাজিলিয়ান মিডফিল্ডারের পঞ্চম গোল।

Advertisement

১০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে বসুন্ধরা কিংস। সমান ম্যাচে টেবিলের তলানিতে থাকা চট্টলার দলটির পয়েন্ট ৩।

আরআই/এমএমআর/এমএস