জাতীয়

কড়াইল বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর কড়াইল বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আট ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

Advertisement

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টা ৪৬ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর রাত ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীর কড়াইল বস্তির একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে পাঁচটি ইউনিট ও পরে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত ১টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

Advertisement

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এর আগে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর খিলগাঁওয়ে তালতলা মার্কেটের পাশে একটি স’মিলে আগুন লাগে। টানা দুই ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন নিয়ন্ত্রণের পর ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, খিলগাঁওয়ে স’মিলে লাগা আগুনের ঘটনায় প্রায় ২০টি দোকান ও দুটি স’মিল পুড়েছে।

টিটি/এমআরএম

Advertisement