অর্থনীতি

এবার পতনের ধারায় পচা শেয়ার

কয়েক সপ্তাহ দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখানোর পর এবার বেশিরভাগ ‘জেড’ গ্রুপের বা পচা কোম্পানির শেয়ার দাম কমতে দেখা যাচ্ছে। গত সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম কমার শীর্ষ ১০টি স্থানের মধ্যে ৭টিতেই রয়েছে জেড গ্রুপের প্রতিষ্ঠান।

Advertisement

দাম কমার শীর্ষ তালিকায় থাকা জেড গ্রুপের প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- তুং হাই নিটিং, নূরানী ডাইং, অ্যাপোলো ইস্পাত, ভিএফএস থ্রেড ডাইং, ফারইস্ট ফাইন্যান্স, তাল্লু স্পিনিং, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স।

অবশ্য দাম কমার শীর্ষ স্থানটি দখল করেছে ‘বি’ গ্রুপের প্রতিষ্ঠান মিডল্যান্ড ব্যাংক। গত সপ্তাহজুড়ে ব্যাংকটির শেয়ার দাম কমেছে ২২ দশমিক ৩০ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম কমেছে ৬ টাকা ৬০ পয়সা। এতে এক সপ্তাহে ব্যাংকটির শেয়ার দাম সম্মিলিতভাবে কমেছে ৪২২ কোটি ১৮ লাখ ২০ হাজার টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ২৩ টাকা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ছিল ২৯ টাকা ৬০ পয়সা।

এমন দরপতন হওয়া কোম্পানিটি ২০২৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। সর্বশেষ ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ব্যাংকটি। তার আগে ২০২২ ও ২০২১ সালেও ৫ শতাংশ করে নগদ লভ্যাংশ দেয় প্রতিষ্ঠানটি।

Advertisement

ব্যাংকটির মোট শেয়ার সংখ্যা ৬৩ কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৭৫৩টি। এর মধ্যে ৭৬ দশমিক ৬০ শতাংশ শেয়ার আছে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১৪ দশমিক ৯০ শতাংশ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৮ দশমিক ৫০ শতাংশ আছে।

মিডল্যান্ড ব্যাংকের পরেই গত সপ্তাহে দাম কমার তালিকায় ছিল তুং হাই নিটিং। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম কমেছে ১৩ দশমিক ৮৯ শতাংশ। ১২ দশমিক ৫০ শতাংশ দাম কামার মাধ্যমে পরের স্থানে রয়েছে নূরানী ডাইং।

এছাড়া গত সপ্তাহে দাম কমার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- আরএকে সিরামিকের ১১ দশমিক ৭২ শতাংশ, অ্যাপোলো ইস্পাতের ১০ দশমিক ৬৪ শতাংশ, ভিএফএস থ্রেড ডাইংয়ের ৮ দশমিক ৬০ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৮ দশমিক ১১ শতাংশ, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ৭ দশমিক ৪৬ শতাংশ, তাল্লু স্পিনিংয়ের ৭ দশমিক ৪৬ শতাংশ এবং পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সের ৭ দশমিক ৪১ শতাংশ দাম কমেছে।

এমএএস/এমআইএইচএস

Advertisement