খেলাধুলা

৯৫ বলে সেঞ্চুরি ডাকেটের, বড় সংগ্রহের পথে ইংল্যান্ড

টস জিতে ব্যাটিং বেছে নিয়ে কি ভুল করলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ? এখনও সে কথা বলার সময় আসেনি। তবে লাহোরের গাদ্দামি স্টেডিয়ামে যেভাবে এগোচ্ছে ইংল্যান্ড, তাতে অসিদের মাথার ওপর বড় রানের বোঝাই চাপতে যাচ্ছে; এটুকু বলা যায়।

Advertisement

এরই মধ্যে সেঞ্চুরি তুলে নিয়েছেন বেন ডাকেট। ৯৫ বলেই ঝোড়ো শতরান তুলে নেন বাঁহাতি এই ওপেনার। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় শতরান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৩২ ওভার শেষে ৩ উইকেটে ২১০ রান। ডাকেট ১০২ আর হ্যারি ব্রুক ০ রানে অপরাজিত আছেন।

গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। শুরুটা ভালোই ছিল তাদের। বাঁহাতি পেসার বেন ডোয়ারসুইস ১৩ রানে ভাঙেন উদ্বোধনী জুটি। ৬ বলে ১০ করে আউট হন ঝোড়ো শুরু করা ফিল সল্ট।

Advertisement

এরপর ১৩ বলে ১৫ রানে জেমি স্মিথকেও ফেরান ডোয়ারসুইস। ৪৩ রানে ২ উইকেট হারায় ইংল্যান্ড। সেখান থেকে জো রুট আর বেন ডাকেটের বিশাল জুটি। ১৫৫ বলে ১৫৮ রান যোগ করে দেন তারা।

অবশেষে রুটকে এলবিডব্লিউ করে এই জুটিটি ভাঙেন অ্যাডাম জাম্পা। ৭৮ বলে ৪ বাউন্ডারিতে ৬৮ রান আসে রুটের ব্যাট থেকে।

এমএমআর/এমএস

Advertisement