দেশজুড়ে

নারায়ণগঞ্জে আওয়ামী লীগ ও জাপার নেতাসহ গ্রেফতার ৪২

নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্টের আওতায় আওয়ামী লীগ ও জাপা নেতাসহ ৪২ জন গ্রেফতার হয়েছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারেক আল মেহেদী এর সত্যতা নিশ্চিত করেন।

Advertisement

এর আগে শুক্রবার রাতে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে অপারেশন ডেভিল হান্টে ১০ জন ও সাধারণ অভিযানে ৩২ জনসহ মোট ৪২ জন গ্রেফতার হন।

গ্রেফতাররা হলেন ফতুল্লা আওয়ামী লীগ নেতা রাসেল শেখ (৪৮), সিদ্ধিরগঞ্জ ৫ নম্বর ওয়ার্ড মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি রাকিবুল ইসলাম (২৩), আড়াইহাজার আওয়ামী লীগ নেতা মো. জুয়েল রানা (৩৮), বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি মো. শুভ (৩০), রূপগঞ্জ আওয়ামী লীগের কর্মী মোক্তার হোসেন ভূঁইয়া (৪৩), গোপাল অধিকারী (৪৬), কাঞ্চণ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মহসিন মোহাম্মদ মোহন, সোনারগাঁয়ে শম্ভুপুরা ইউনিয়ন যুবলীগ সদস্য গাজী আশরাফুল ইসলাম ওরফে আশফুল ইসলাম ওরফে আশরাফ (৪৩), কাঁচপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. আসাদুজ্জামান ওরফে বিপ্লব (৪৫) এবং সিদ্ধিরগঞ্জের আওয়ামী লীগ কর্মী মো. ইমাম কাজী (৩৮)।

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারেক আল মেহেদী বলেন, গ্রেফতারদের মধ্যে কারো কারো বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা মামলা হয়েছে। এছাড়া বিভিন্ন মামলার ওয়ারেন্ট আছে তাদের বিরুদ্ধে।

Advertisement

মোবাশ্বির শ্রাবণ/জেডএইচ/এএসএম