মুন্সিগঞ্জের সিরাজদিখানে একটি ডোবার কচুরিপানা থেকে নিখোঁজের ২৩ দিন পর রোমান শেখ (১৬) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
Advertisement
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার বিরতারা ইউনিয়নের ছয়গাও সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন মুন্সিগঞ্জে থানায় হামলা-ভাঙচুররোমান শেখ উপজেলার মিরাজ শেখের ছেলে। সে নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পড়াশুনার পাশাপাশি অটোরিকশা চালিয়ে সংসারের সহযোগিতা করতো সে।
২১ জানুয়ারি দুপুরে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হয় রোমান। নিখোঁজের ঘটনায় সিরাজদিখান থানায় মামলা করেছিল নিখোঁজের বাবা মিরাজ শেখ। সে মামলায় সিয়ামকে আসামি করা হয়।
Advertisement
এ ব্যাপারে মুন্সিগঞ্জ পুলিশ সুপার মুহম্মদ সামসুল আলম সরকার বলেন, আসামির বাড়ির পাশের ডোবা থেকে রোমানের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রক্রিয়া চলমান।
আরএইচ/জিকেএস