আন্তর্জাতিক

ট্রাম্প প্রশাসনে গুরুত্বপূর্ণ পদ পেতে চলেছেন ‘ভারতপন্থি’ পল কাপুর

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হতে যাচ্ছেন ভারতপন্থি ও পাকিস্তান বিদ্বেষী বলে পরিচিত পল কাপুর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পলকে এই পদে মনোনয়ন দিয়েছেন, যা কয়েকদিনের মধ্যেই দেশটির সিনেটের চূড়ান্ত অনুমোদন পাবে বলে ধারণা করা হচ্ছে। এর মাধ্যমে ডোনাল্ড লুর স্থলাভিষিক্ত হবেন তিনি।

Advertisement

ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডের দাবি, পল কাপুরকে দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনয়ন দেওয়ার অর্থ হলো ট্রাম্প এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের অবস্থানে কৌশলগত পরিবর্তন আনতে যাচ্ছেন। বিশেষ করে ভারত-পাকিস্তানের ওপর নজর দিতে চায় মার্কিন প্রশাসন।

ভারতীয় বংশোদ্ভূত পল কাপুর বর্তমানে যুক্তরাষ্ট্রের নেভাল পোস্ট গ্র্যাজুয়েট স্কুলের জাতীয় নিরাপত্তা বিষয়ের অধ্যাপক হিসেবে কাজ করছেন। তিনি শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। অ্যামহার্সট কলেজ থেকে তিনি বিএ সম্পন্ন করেছেন। এর আগে ক্লারমোন্ট মেকেনিয়া কলেজ ও স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করেছেন তিনি।

এছাড়া পল কাপুর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি পরিকল্পনার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। ২০২০ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতি পরিকল্পনার স্টাফের দায়িত্ব পালন করেছেন। ওই সময় তিনি দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়, ইন্দো-প্যাসিফিক নিরাপত্তা ও যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক নিয়ে কাজ করেছেন। এছাড়া ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক বিষয়ক একাধিক বিষয় নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

Advertisement

পল কাপুর ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তিশালী সম্পর্ক গড়ার ব্যাপারে জোর দিয়ে থাকেন। আলবানি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী প্রফেসর ক্রিস্টোফার ক্ল্যারি জানিয়েছেন, কাপুর ভারতকে যুক্তরাষ্ট্রের প্রথম সারির কৌশলগত মিত্র হিসেবে মনে করেন।

ক্ল্যারি আরও বলেন, ভারতে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে যুক্তরাষ্ট্র যেসব আপত্তি তুলেছে, তা নিয়ে সংশয়ও প্রকাশ করেছেন পল কাপুর। তার মতে, মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে ভারতকে নিয়ে আলোচনা করলে পাল্টা প্রতিক্রিয়া সৃষ্টি হবে।

অন্যদিকে, পাকিস্তানের কড়া সমালোচক তিনি। প্রফেসর ক্ল্যারি বলেছেন, পাকিস্তানকে ঝুঁকিপূর্ণ দেশ মনে করেন পল কাপুর । এই অধ্যাপকের মতে, কাপুর ডোনাল্ড লুর স্থলাভিষিক্ত হওয়ার পর পাকিস্তানের প্রতি কঠোর অবস্থান নিতে পারে যুক্তরাষ্ট্র।

সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড

Advertisement

এসএএইচ