মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক নোমান হোসেন হত্যায় জড়িত থাকার অভিযোগে একই ওয়ার্ড যুবদলের সভাপতি হেলাল আহমদকে গ্রেফতার করেছে পুলিশ।
Advertisement
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায় পুলিশ। এরআগে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে সুজানগর ইউনিয়নের বাড্ডা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
নিহত নোমান উপজেলার সুজানগর ইউনিয়নের রাঙ্গিনগর গ্রামের লেচু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, যুবদল নেতা নোমান হোসেন ব্যবসার ২০ হাজার টাকা পেতেন রায়হান আহমদ রেহান নামের একজনের কাছে। সেই টাকা চাওয়ার জেরে গত ১৮ জানুয়ারি সন্ধ্যায় মারজান আহমদ ও রায়হান আহমদ রেহান উপজেলার বাড্ডা বাজারে নোমানকে ছুরিকাঘাতে করে পালিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় নোমানকে সিলেট ওসমানী হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Advertisement
বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) দেবল চন্দ্র সরকার জানান, আসামি মারজান আহমদ ও রায়হান আহমদ ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে নোমান হত্যাকাণ্ডে হেলাল আহমদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তদন্তেও প্রাথমিকভাবে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় হেলালকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার মূল রহস্য উদঘাটনের জন্য তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
ওমর ফারুক নাঈম/এসআর/জেআইএম