বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চট্টগ্রামে ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিনগত রাত ১২টা থেকে বুধবার দিনগত রাত ১২টা পর্যন্ত নগরীর বিভিন্ন থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
Advertisement
চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) থেকে বৃহস্পতিবার পাঠানো সংবাদ বিজ্ঞাপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রেফতারদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী, অপরাধের সহযোগী ও অবৈধ অস্ত্রধারী রয়েছে। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে এক বা একাধিক মামলা রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গ্রেফতাররা হলো- কোতোয়ালী থানার আসামি জুবায়েত খান ওরফে জুরাত (২৭), হাজী সেলিমুল ইসলাম (৭০), জসিম উদ্দিন (২৯), মো. জুয়েল ওরফে মামা জুয়েল (২৫), মো. রুবেল ওরফে চাকমা রুবেল (৩৪), বাকলিয়া থানার আসামি হাসনাত জামান বাবু (৪২), ইফতার হোসেন আলভি (২০), মো. হৃদয় (১৯), চান্দগাঁও থানার আসামি সাইফুল ইসলাম (৫৬), রমজান আলী (৫৫), মো. নুর (৪৮), ইমরান হোসেন (৩২), বায়েজিদ বোস্তামী থানার আসামি এসএম ইউসূফ লিটন (৪৮), মো. এনাম (৩৫), আব্দুল জলিল রিফাত (২৫), সদরঘাট থানার আসামি রিয়াদ হোসেন (২১), পাঁচলাইশ থানার আসামি শহিদুল ইসলাম সাজ্জাদ (২৭), মঞ্জুর আলম (৪০), হালিশহর থানার আসামি নাজিম উদ্দিন (৪২), পাহাড়তলী থানার আসামি ফয়সাল আক্তার চৌধুরী, আকবরশাহ থানার আসামি শওকত মামুন (৫২), পতেঙ্গা থানার আসামি মো. সোলাইমান (৩০), ডবলমুরিং থানার আসামি সেকান্দর মিয়া (৫০), আজিম উদ্দিন (২৩), সৌরভ চৌধুরী (২৮), খুলশী থানার আসামি মো. ফারুক (২৯), আবুল কালাম (৫৮), ইপিজেড থানার আসামি মো. আল আমিন (১৯), কর্ণফুলী থানার আসামি নাছির উদ্দিন নাহিদ (৪০) এবং চকবাজার থানার আসামি মুহাম্মদ শাহাদাত হোসেন (৩৪)।
Advertisement
এমডিআইএইচ/এমএইচআর/জেআইএম